বেদম মারে অন্ত্রে রক্তক্ষরণ , তার জেরে সেপ্টিসেমিয়ায় মৃত্যু উন্নাওয়ে গণধর্ষিতার বাবা
Last Updated:
মারের চোটে অন্ত্রে ফুটো হয়ে অনবরত রক্তক্ষরণ। তার জেরে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন উত্তরপ্রদেশের উন্নাওয়ে গণধর্ষিতার বাবা।
#উন্নাও: মারের চোটে অন্ত্রে ফুটো হয়ে অনবরত রক্তক্ষরণ। তার জেরে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন উত্তরপ্রদেশের উন্নাওয়ে গণধর্ষিতার বাবা। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর জানাল পুলিশ। পুলিশ হেফাজতে মৃত্যু এবং গণধর্ষণের ঘটনার তদন্তে গঠিত হয়েছে সিট। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বিজেপি বিধায়কের ভাই সহ ৫ জনকে। বিধায়ককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিধায়ক ও তার সাগরেদদের বেদম মারে পুলিশ হেফাজতে বাবার মৃত্যু হয়েছে। সোমবারই এই অভিযোগ করেছিল উন্নাওয়ের নির্যাতিতার পরিবার। পোস্ট মর্টেম রিপোর্টে সেই অভিযোগই মান্যতা পেল। রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মেয়ের ধর্ষণের বিচার চেয়ে সপরিবারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বছর পঞ্চাশের প্রৌঢ়। অভিযোগ, রাতেই তার বাড়িতে চড়াও হন অভিযুক্ত বিজেপি বিধায়কের ভাই তার সাঙ্গপাঙ্গরা। নির্যাতিতার বাবাকে বেধড়ক মারধর করে তারা। উলটে পুলিশ ওই প্রৌঢ়কেই অস্ত্র আইনে গ্রেফতার করে। পুলিশ হেফাজতেও মারধর করার অভিযোগ ওঠে। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর পুলিশ জানিয়েছে,
advertisement
- মারের চোটে অন্ত্রে ফুটো হয়ে যায় প্রৌঢ়ের
advertisement
- প্রচুর রক্তক্ষরণ হয়
- সারা দেহে ১৪টি আঘাতের চিহ্ন মিলেছে
পুলিশ জানিয়েছে, পুলিশ হেফাজতে মৃত্যু ও ধর্ষণের ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়কের ভাই অতুল সেনগারকে গ্রেফতার করা হয়েছে। বিধায়ককেও জেরা করা হবে।
advertisement
দুহাজার সতেরোর এগারোই জুন নির্যাতিতার এফআইআরে বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের নাম ছিল না। কিন্তু পরের মাসেই এফআইআরে বিধায়কের নাম সামনে আসে। প্রশ্ন উঠেছে, জেনেবুঝেই কি নির্যাতিতার এফআইআর থেকে বিধায়কের নাম বাদ দেওয়া হয়েছিল? এব্যাপারে উন্নাও পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা। পুলিশ হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যু নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2018 10:30 AM IST