উন্নাও কাণ্ডের নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার তদন্ত করবে সিবিআই, সিদ্ধান্ত কেন্দ্রের
Last Updated:
সোমবার মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও অন্য ৯ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ ।
#নয়াদিল্লি: উন্নাও ধর্ষণকাণ্ডে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত নির্যাতিতা। দেশজুড়ে বইছে প্রতিবাদের ঝড় । আজ এই গাড়ি দুর্ঘটনার তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্র। এই দুর্ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকেও নিশানা করেছে বিরোধীপক্ষ ।
সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে FIR দায়ের করবে সিবিআই । রায়বরেলীতে দুর্ঘটনার স্থান পরিদর্শনেও যাবেন সিবিআই তদন্তকারীরা ।
রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে গাড়িতে ফিরছিলেন মূল অভিযোগকারিণী । তখনই গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয় নির্যাতিতার পরিবারের দুই সদস্যের । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতা ও তাঁর আইনজীবী।
advertisement
advertisement
সোমবার মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও অন্য ৯ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ । গতবছর এপ্রিল মাসে সেঙ্গারকে গ্রেফতার করেছিল পুলিশ ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2019 11:54 PM IST