Amit Shah| লক্ষ্য ২০২১! পয়লা মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বিধানসভা ২০২১ সালে৷ তার আগে এ বছর অবশ্য এপ্রিল-মে মাসে রাজ্যে পুরভোট৷ জানা গিয়েছে, রাজ্যে দলীয় কনভেনশনে যোগি দিতেই আসছেন শাহ৷ একই সঙ্গে বৈঠক করে ভোট কৌশল ঠিক করবেন৷
#কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন৷ লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসন পেয়েছিল৷ লোকসভায় বিজেপি-র ভালো ফল চিন্তায় রেখেছে শাসকদলকে৷ এ বার লক্ষ্য বিধানসভা নির্বাচন৷ বিধানসভাতেও পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপাতে কোমর বাঁধছে গেরুয়া শিবির৷ যার নির্যাস, পয়লা মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে একাধিক বার পশ্চিমবঙ্গে সফরে আসবেন শাহ৷
বিধানসভা ২০২১ সালে৷ তার আগে এ বছর অবশ্য এপ্রিল-মে মাসে রাজ্যে পুরভোট৷ জানা গিয়েছে, রাজ্যে দলীয় কনভেনশনে যোগ দিতেই আসছেন শাহ৷ একই সঙ্গে বৈঠক করে ভোট কৌশল ঠিক করবেন৷ বিজেপি সূত্রের খবর, আপাতত নিয়মিত রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালুর জন্য অমিত শাহকে সংবর্ধনা দেবে রাজ্য বিজেপি৷
advertisement
দিল্লি নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির৷ অমিত শাহর ভোট কৌশল কাজে লাগেনি৷ অরবিন্দ কেজরিওয়ালেই ভরসা রেখেছে দিল্লি৷ অথচ এই দিল্লিতেই লোকসভা নির্বাচনে ৭টি আসনের মধ্যে ৭টিই পেয়েছিল বিজেপি৷ তাই পশ্চিমবঙ্গে লোকসভায় ভালো ফল করলেও ২০২১-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির কতটা থাবা বসাতে পারবে, তা সময়ই বলবে৷
advertisement
দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবির জন্য বিজেপি নেতাদের 'গোলি মারো'-র মতো কুকথা প্রয়োগকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অমিত শাহ৷ একই সঙ্গে তাঁর অ্যাসেসমেন্ট ভুল ছিল বলেও স্বীকার করেছেন তিনি৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী রণকৌশল নেয় বিজেপি, সেটাই এখন দেখার৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2020 3:50 PM IST