এবার বাংলাদেশের দাবি, ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’-এর তকমা দেওয়া হোক পাকিস্তানকে
Last Updated:
ভারতের কূটনৈতিক চালে কোণঠাসা পাকিস্তান ৷ ভারতের দাবিকে সমর্থন জানিয়ে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে ঘোষণার দাবি তুলল বাংলাদেশ ৷
#নয়াদিল্লি: ভারতের কূটনৈতিক চালে কোণঠাসা পাকিস্তান ৷ ভারতের দাবিকে সমর্থন জানিয়ে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে ঘোষণার দাবি তুলল বাংলাদেশ ৷ উরি সন্ত্রাসের পর রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানায় ভারত ৷ এবার ভারতের সেই দাবিতে সমর্থন জানিয়ে রাষ্ট্রপুঞ্জের কাছে একই আবেদন জানাল বাংলাদেশ হাই কমিশন ৷ বুধবার বাংলাদেশ হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জিম আলি সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে একঘরে করার কথাও বলেন ৷
পাঠানকোট, কাশ্মীরে অশান্তিতে ইন্ধন এবং সবশেষ উরি হামলা ৷ সীমান্তের ওপার থেকে একের পর এক আক্রমণে ক্ষুদ্ধ ভারত, পাকিস্তানকে বিশ্বমঞ্চে একঘরে করে দেওয়ার দাবি তোলে ৷ পাক সন্ত্রাস নিয়ে রাষ্ট্রসংঘে তথ্যপ্রমাণ পেশ করে নয়াদিল্লি জানায়, পাকিস্তানের বিভিন্ন অংশে কীভাবে গজিয়ে উঠল জঙ্গি শিবির? কীভাবে বিভিন্ন দেশ ঘুরে জঙ্গি সংগঠনের কাছে অর্থ পৌঁছচ্ছে ৷ ৫২ পাতার নথি তুলে দেওয়া হল বিভিন্ন দেশের হাতে। এই প্রমাণের ভিত্তিতেই ভারতের দাবি, পাকিস্তান এক সন্ত্রাসবাদী রাষ্ট্র।
advertisement
পাকিস্তানের বিরুদ্ধে ক্রমাগত কড়া হচ্ছে ভারত ৷ উরি সন্ত্রাসের প্রতিবাদে ইসলামাবাদে সার্ক সম্মলনে যোগদান করবে না বলে জানায় ভারত ৷ নয়াদিল্লির এই ঘোষণার পর ভারতের সুরে সুর মিলিয়েই বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানও সার্ক সম্মেলনে যোগ দিতে অস্বীকার করে ৷ আট সদস্য বিশিষ্ট সার্ক-এ এখন কোণঠাসা পাকিস্তান ৷
advertisement
ভারতে বাংলাদেশের হাইকমিশনার এদিন বলেন, ‘সার্কের ইতিহাসে এই প্রথমবার সদস্য সংখ্যার প্রায় অর্ধেক অর্থাৎ চারটি দেশ একযোগে যোগ দিতে অস্বীকার করল ৷ এবার পাকিস্তানকেই ঠিক করতে হবে ওরা কোন পথে চলতে চায় ৷’ একইসঙ্গে ভারতে পরমাণু হামলার চালানোর পাক হুমকির পরিপ্রেক্ষিতে সৈয়দ মুয়াজ্জিম আলি বলেন, ‘অন্য দেশে হস্তক্ষেপ করা বন্ধ করুক পাকিস্তান ৷ পারমাণবিক বোমা নিয়ে পাকিস্তানের মন্তব্য না করাই ভাল ৷’
advertisement
ভারত সহ চার দেশের সম্মেলন বয়কটের পর সার্ক সম্মেলন সম্ভবত ইসলামাবাদ থেকে বাতিল হতে চলেছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2016 8:53 PM IST