ইম্ফল: প্রথমে মাঠের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ৷ তার উপর বিবস্ত্র করে দুই মহিলাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে একদল পুরুষ৷ তার মধ্যেও দুই মহিলাকে ক্রমাগত হেনস্থা ও শারীরিক নির্যাতন চলছে৷
অশান্ত মণিপুরের এমনই এক ভয়াবহ ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ ঘটনা যে সত্যি, তা বিবৃতি দিয়ে স্বীকার করে নিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ একই সঙ্গে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি৷
মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, ঘটনাটি প্রায় দু মাস আগের৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মণিপুরের কাংগপোকপি জেলায় গত ৪ মার্চ এই ঘটনা ঘটেছিল৷ রাজধানী ইম্ফল থেকে ওই এলাকাটি প্রায় ৩৫ কিলোমিটার দূরে৷ আদিবাসীদের সংগঠন আইটিএলএফ অভিযোগ করেছে, বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর আগে একটি মাঠের মধ্যে গণধর্ষণ করা হয় ওই দুই নির্যাতিতাকে৷ শিউরে ওঠার মতো এই ভিডিও ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠেছে, ঘটনার পর প্রায় দু মাস কেটে গেলেও কেন অভিযুক্তদের গ্রেফতার করতে পারল না পুলিশ৷ ভিডিও ভাইরাল হওয়ায় দুই নির্যাতিতার পরিচয়ও ফাঁস হয়ে গিয়েছে।
advertisement
advertisement
গত প্রায় দু মাস ধরে গোষ্ঠী সংঘর্ষে আগুন জ্বলছে মণিপুের৷ যে দিন এই দুই মহিলাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ, তার ঠিক একদিন আগে আদিবাসী মেইতেই সম্প্রদায়ের সঙ্গে পাহাড়ি অঞ্চলে বসবাসকারী কুকিদের সংঘর্ষ শুরু হয়েছিল৷ এই ঘটনা তারই জেরে কি না, তা অবশ্য জানা যায়নি৷ মেইতেইদের তফশিলি উপজাতির স্বীকৃতি দেওয়ার দাবিকে ঘিরেই অশান্তির সূত্রপাত।
advertisement
*All out effort to arrest culprits as regard to the viral video of 02 (two) women paraded naked :*
As regard to the viral video of 02 (two) women paraded naked by unknown armed miscreants on 4th May, 2023, a case of abduction, gangrape and murder etc
The horrific video of sexual assault of 2 women emanating from Manipur is condemnable and downright inhuman. Spoke to CM @NBirenSingh ji who has informed me that investigation is currently underway & assured that no effort will be spared to bring perpetrators to justice.
মণিপুর পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইতিমধ্যেই অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা দায়ের করে অভিযুক্তদের সন্ধান চলছে৷ মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং ট্যুইট করে দাবি করেছেন, ঘটনার কথা প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি তাঁকে ফোন করেছিলেন৷ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রীকে আশ্বস্ত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী৷ স্মৃতি ইরানি নিজেও ট্যুইট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন৷
advertisement
मणिपुर से आ रही महिलाओं के खिलाफ यौन हिंसा की तस्वीरें दिल दहला देने वाली हैं। महिलाओं के साथ घटी इस भयावह हिंसा की घटना की जितनी निंदा की जाए कम है। समाज में हिंसा का सबसे ज्यादा दंश महिलाओं और बच्चों को झेलना पड़ता है।
हम सभी को मणिपुर में शांति के प्रयासों को आगे बढ़ाते हुए…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 19, 2023
advertisement
এমনিতেই গত দু মাস ধরে মণিপুর ইস্যুতে চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্ব৷ নতুন এই ভিডিও ভাইরাল হওয়ার পর সেই অস্বস্তি আরও বেড়েছে৷
এই ঘটনার উল্লেখ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধে ট্যুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি৷ ট্যুইটারে ঘটনার নিন্দা করে তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী কেন মণিপুরের ঘটনায় চোখ বন্ধ করে বসে আছেন? এমন ছবি কি তাঁকে বিচলিত করে না?’