একই বাড়ি থেকে উদ্ধার পরিবারের ৩ সদস্যের দেহ! চার নম্বর সদস্য পলাতক.. সে কে জানেন? শিউরে উঠেছে পুলিশও... দিল্লিতে হাড়হিম কাণ্ড
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পুলিশ সূত্রে খবর, যুবকটি মানসিক ব্যাধিতে ভুগছিল এবং তার চিকিৎসা চলছিল। সেই তার বাবা-মা ও ভাইকে খুন করেছে বলে অনুমান।
কলকাতা: খোদ রাজধানীতে হাড়হিম করা ঘটনা। দক্ষিণ দিল্লির একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের তিন সদস্যের দেহ। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা, তাঁর স্বামী এবং তাঁদের ছেলে। প্রাথমিক তদন্তে অনুমান খুন হয়েছেন তিনজনই। পলাতক ওই পরিবারের আরেক ছেলে। সন্দেহের তীর তারই দিকে।
Triple murder in the Maidangarhi area | Three bodies were found at a house in Delhi’s Maidangarhi area. The deceased were identified as Prem Singh (age 45–50 years), Rajani (age 40–45 years), and Ritik (age 24 years). FSL and Crime teams have reached the spot for inspection.…
— ANI (@ANI) August 20, 2025
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, কিছুক্ষণ ধরে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করায় প্রতিবেশীরা থানায় খবর দেন বুধবার। এরপরই ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভিতর তিনটি দেহ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন, রাজনি সিং, প্রেম সিং এবং তাঁদের ছেলে ঋতিক। পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অঙ্কিত চৌহান বলেন, ‘আমরা তিনটি মৃতদেহ দেখতে পাই। দু’জন পুরুষ এবং একজন মহিলা। প্রায় ৪৫-৫০ বছর বয়সী এক পুরুষ, তার স্ত্রী এবং ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারে চতুর্থ সদস্য সিদ্ধার্থের খোঁজ চলছে। খুনের পর থেকে সে পলাতক।’ পুলিশ সূত্রে খবর, যুবকটি মানসিক ব্যাধিতে ভুগছিল এবং তার চিকিৎসা চলছিল। সেই তার বাবা-মা ও ভাইকে খুন করেছে বলে অনুমান।
advertisement
গত ফেব্রুয়ারি মাসেই ট্যাংরার দে পরিবারের ঘটনায় শিউরে ওঠে গোটা শহর। ১২ ফেব্রুয়ারি এম বাইপাসে মেট্রোর স্তম্ভে ধাক্কা মারে দে পরিবাররে গাড়ি। গাড়িতে ছিলেন দে পরিবারের ছোট ছেলে প্রসূণ দে, বড় ছেলে প্রণয় দে এবং প্রণয়ের নাবালক পুত্র। এরপরেই তদন্তে নেমে উঠে গোটা পরিবারের মর্মান্তিক ঘটনা। পরিবারের তিন সদস্য রোমি দে, সুদেষ্ণা দে এবং প্রিয়ম্বদাকে খুনের অভিযোগ ওঠে ছোট ছেলে প্রসূণের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, তিনটি দেহ বাড়িতে রেখে প্রতীপ ও তার বাবা প্রণয়কে নিয়ে বেরিয়ে পড়েছিলেন প্রসূন। ভোরে তাঁদের গাড়ি বাইপাসের ধারে মেট্রোর স্তম্ভে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিন জনই গুরুতর জখম হন। দীর্ঘদিন হাসপাতালে ছিলেন তাঁরা। সুস্থ হয়ে ওঠার পরে খুনের অভিযোগে প্রথমে গ্রেফতার করা হয় প্রসূনকে। বর্তমানে গ্রেফতার হল প্রণয়কেও। এই ঘটনায় যেন তারই ছায়া দেখতে পাচ্ছে গোটা দেশ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 11:11 PM IST