ফের অশান্তি ছড়াল কাশ্মীরে, জনতা-পুলিশ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮

Last Updated:

কেন্দ্রের শত প্রচেষ্টা সত্ত্বেও অশান্তি অব্যাহত ভূস্বর্গে ৷ শনিবারও উত্তেজনা ছড়ায় উপত্যকায় ৷ পুলিশ-জনতা সংঘর্ষে নতুন করে মৃত্যু হয় দুই বিক্ষোভকারীর ৷

#শ্রীনগর: কেন্দ্রের শত প্রচেষ্টা সত্ত্বেও অশান্তি অব্যাহত ভূস্বর্গে ৷ শনিবারও উত্তেজনা ছড়ায় উপত্যকায় ৷ পুলিশ-জনতা সংঘর্ষে নতুন করে মৃত্যু হয় দুই বিক্ষোভকারীর ৷ এই নিয়ে কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ ৷
সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা ৷ গত ৮ জুলাই জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় মোস্ট ওয়ান্টেড জঙ্গি ২২ বছরের হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ৷
বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধের ৬৪ তম দিনে ফের সোপিয়ান এবং অনন্তনাগে নতুন করে ছড়িয়ে পড়ে অশান্তি ৷ নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে রাজ্য সরকারের একজন ড্রাইভারকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ৷ এই কথা ছড়িয়ে পড়লে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পুরনো শ্রীনগর ৷
advertisement
advertisement
যদিও, পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ড্রাইভারের ৷
পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে পুলিশ ৷ গ্যাসের সেল মাথায় লেগে মৃত্যু হয় বছর পঁচিশের বিক্ষোভকারী সায়ার আহমেদ শেখের ৷
অশান্তিতে ইয়ার আহমেদ নামে আরও এক বিক্ষোভকারীরও মৃত্যু হয়েছে ৷ অনন্তনাগ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীদের ছোঁড়া পেলেটে গুরুতর আহত হয়েছিলেন বছর ২৩-এর এই তরুণ বিক্ষোভকারী ৷ পেলেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল তাঁর বুকে-পেটে ৷ ক্ষতের গভীরতা বেশি হওয়ায় অধিক রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর ৷ দুটি ঘটনায় নতুন করে আহতও হয়েছেন প্রচুর মানুষ ৷
advertisement
দক্ষিণ কাশ্মীরে সরকারের তরফে সেনা মোতায়েন শুরু হতেই বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে নতুন করে অশান্ত হয়ে উঠেছে উপত্যকা ৷
মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম ছিল বুরহানের ৷ তাঁর মৃত্যুর পর থেকেই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ভূস্বর্গ ৷ বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে তরুণ জঙ্গির মৃত্যুতে একাধিক মানুষ সামিল হন বিক্ষোভ-প্রতিবাদে ৷ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৭৮ জন মানুষ ৷ ১১ হাজারেরও বেশি মানুষ আহত হন ৷ বুরহানের মৃত্যুর পর উত্তেজনার জন্য ভূস্বর্গ জুড়ে জারি করা হয় ১৪৪ ধারা ৷ প্রতিবাদে বনধ ডাকেন বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতারা ৷ ৫১ দিন পরে ১০ জেলা থেকে কার্ফু তুলে নেওয়া হলেও স্পর্শকাতর কিছু জায়গায় জারি রয়েছে কার্ফু ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ফের অশান্তি ছড়াল কাশ্মীরে, জনতা-পুলিশ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement