Tripura: অনুপ্রবেশ ইস্যুতে উত্তাল, তার মাঝেই ত্রিপুরায় গ্রেফতার ৬ বাংলাদেশি

Last Updated:

বিএসএফের টহলদারি থাকার পরেও সীমান্ত ডিঙিয়ে অবাধে ত্রিপুরায়  প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা। ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করে ব্যাঙ্গালোর, জলপাইগুড়ি, কলকাতা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলে যায়

* অনুপ্রবেশ ইস্যুতে উত্তালের মাঝেই, গ্রেফতার অবৈধ বাংলাদেশী
* অনুপ্রবেশ ইস্যুতে উত্তালের মাঝেই, গ্রেফতার অবৈধ বাংলাদেশী
ত্রিপুরা: রাজনৈতিক কারণে গত কয়েকদিন ধরে উত্তাল পড়শি রাজ্য ত্রিপুরা৷ রাজ্যের শাসক দলের জোট সঙ্গীর আচরণ নিয়ে প্রশ্ন উঠছে৷ বিশেষ করে অনুপ্রবেশ ইস্যুতে তাদের এক বিধায়কের সিভিল সোসাইটি আন্দোলন করেছে। তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন৷
ত্রিপুরায় অনুপ্রবেশ নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন করেছিল সরকারের শরিক দল তিপ্রা মথা  , এই ঘটনার রেশ কাটতে না কাটতে  আমবাসা রেলস্টেশন থেকে আটক হল ৬ জন বাংলাদেশি নাগরিক। তদন্ত করছে পুলিশ। বিএসএফের টহলদারি থাকার পরেও সীমান্ত ডিঙিয়ে অবাধে ত্রিপুরায়  প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা। ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করে ব্যাঙ্গালোর, জলপাইগুড়ি, কলকাতা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলে যায়।
advertisement
রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে আমবাসা রেল স্টেশন থেকে ১৫৪ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা এক শিশু-সহ মোট ৬ বাংলাদেশীকে আটক করে। তারা কাজের উদ্দেশ্যে জলপাইগুড়ি যাওয়ার জন্য আমবাসায় এসেছিল বলে খবর। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের বাঘেরঘাট জেলার বিভিন্ন থানা এলাকায়। আটক হ‌ওয়া ছ’জন বাংলাদেশির মধ্যে একজন জানায় সে একমাস আগে ত্রিপুরায় এসেছে।
advertisement
advertisement
এর আগে বাংলাদেশের সীমান্ত লাগোয়া একটি চা-বাগানে কাজ করত। সেই সুযোগ কাজে লাগিয়ে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। সেই ব্যক্তি আগরতলার একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তার পর তারা আগরতলায় আসে। তারা সকলেই কাজের সন্ধানে জলপাইগুড়ি যাওয়ার জন্য র‌ওনা হয়। কিন্তু ধলাই জেলার আমবাসা রেল স্টেশনে ধরা পড়ে। ধৃতদের আমবাসা ত্রিপুরার রেল পুলিশ-সহ বিএসএফের আধিকারিকরা করছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura: অনুপ্রবেশ ইস্যুতে উত্তাল, তার মাঝেই ত্রিপুরায় গ্রেফতার ৬ বাংলাদেশি
Next Article
advertisement
Tamil Nadu Bus Accident:  দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা! মৃত অন্তত ১১
দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা! মৃত অন্তত ১১
  • তামিলনাড়ুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১১৷

  • দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ৷

  • বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement