Train Canceled: বিরাট খবর! হাওড়া থেকে বাতিল একের পর এক এক্সপ্রেস, জেনে নিন বাতিল ট্রেনের তালিকা
- Published by:Debolina Adhikari
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
কুয়াশার কারণেই আগামী ৩ ডিসেম্বর থেকে বেশ কয়েকটি এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়৷
নয়া দিল্লি: রাতের দোরগোড়ায় শীত এসে পৌঁছেছে৷ হাজারও ঝঞ্ঝা পেরিয়ে তাপমাত্রা এখন ক্রমশ নিম্মমুখী৷ তার সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা৷ বিশেষ করে ভোরের দিকে, সেই কারণে দৃশ্যমানতার গ্রাফও ক্রমশ নীচের দিকে হাঁটছে৷ সেই কারণেই একের পর এক বাতিল হল ট্রেন৷
কুয়াশার কারণেই আগামী ৩ ডিসেম্বর থেকে বেশ কয়েকটি এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়৷
হাওড়া-দেহরাদুন উপাসনা এক্সপ্রেস (১২৩২৭ ), দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস (১২৩২৮), ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৮), কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৭), কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস (১৫৬২০), গয়া-কামাক্ষা উইকলি এক্সপ্রেস (১৫৬১৯), নিউ দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস (১৪০০৪), মালদা টাউন-নিউ দিল্লি (১৪০০৩) সম্পুর্ণভাবে বাতিল থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
advertisement
আংশিকভাবে বন্ধ থাকবে মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস (১২১৭৮) ও হাওড়া চম্বল-মথুরা এক্সপ্রেস (১২১৭৭)। ঘন কুয়াশার কারণেই আপাতত ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2024 2:07 PM IST