Kashmir Encounter| সাফল্য! পুলওয়ামায় পুলিশের জালে খতরনাক হিজবুল জঙ্গিনেতা, কে এই রিয়াজ?

Last Updated:

মঙ্গলবার রাত থেকেই পুলওয়ামা জেলায় বিভিন্ন জায়গায় তিনটি অপারেশন শুরু করে সেনা ও পুলিশ৷ পুলওয়ামা জেলার অবন্তীপুরায় শরসলি গ্রামে এখনও চলছে অপারেশন৷

#পুলওয়ামা: রাতভর তল্লাশি অভিযানের পরে কাশ্মীর জঙ্গি দমনে বড় সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনা৷ বুধবার হাতেনাতে ধরা পড়ল কাশ্মীর উপত্যকায় জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ কম্যান্ডর রিয়াজ নায়কু৷ একই সঙ্গে এ দিন পুলওয়ামায় ভোরে আরও এক জঙ্গিকে খতম করেছে সেনা৷
advertisement
মঙ্গলবার রাত থেকেই পুলওয়ামা জেলায় বিভিন্ন জায়গায় তিনটি অপারেশন শুরু করে সেনা ও পুলিশ৷ পুলওয়ামা জেলার অবন্তীপুরায় শরসলি গ্রামে এখনও চলছে অপারেশন৷ পুলওয়ামায় দু'টি অপারেশন চলছে মঙ্গলবার রাতে থেকে৷ একটি সার্চ অপারেশন চলছে বেইগপুরা গুলজাপুরায়৷ এই গ্রামেই হিজবুলের অপারেশনাল চিফ রিয়াজ নায়কুর বাড়ি৷
advertisement
কাশ্মীরে জঙ্গি দমনের বড় সাফল্য টুইট করে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ৷ ট্যুইটে বলা হয়েছে, 'জঙ্গি সংগঠনের শীর্ষ কম্যান্ড আমাদের জালে৷ এখনও গোলাগুলি চলছে৷' মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদের এক সদস্যকে ত্রালের সতুরা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ৷
কে এই রিয়াজ নায়কু? কাশ্মীর উপত্যকার সবচেয়ে খতরনাক জঙ্গিনেতাদের মধ্যে রিয়াজের নাম রয়েছে৷ মোস্ট ওয়ান্টেড৷ জম্মু-কাশ্মীর পুলিশষ ও ভারতীয় সেনার যৌথ অভিযানে রিয়াজ এখন ট্র্যাপড৷
advertisement
হিজবুল মুজাহিদিনের সবচেয়ে পুরনো সদস্য হল রিয়াজ৷ বলা হয়, A++ ক্যাটেগরির জঙ্গিনেতা৷ রিয়াজের মাথার দাম ১২ লক্ষ টাকা৷ অবন্তিপুরার বাসিন্দা রিয়াজের বিরুদ্ধে একাধিক জঙ্গি নাশকতা মূলক অপরাধের তালিকা রয়েছে৷ ২০১৬ সালে জুলাইয়ে নিহত জঙ্গি বুরহান ওয়ানির সঙ্গে ছবিতেও দেখা গিয়েছে রিয়াজকে৷
২০১৬ সালের জানুয়ারিতে প্রথমবার লাইমলাইটে আসে রিয়াজ৷ শারিক আহমেদ ভাট নামে এক জঙ্গির শেষকৃত্যে রিয়াজ ছিল৷ ভিডিও-তে দেখা গিয়েছিল, শারিকের দেহের পাশে দাঁড়িয়ে নিজের একে-৪৭ থেকে শূন্যে কয়েকটি গুলি ছুড়ছে৷ জঙ্গিদের মৃত্যুর পরে জঙ্গিনেতারা তাদের এ ভাবেই সম্মান জানায়৷
advertisement
২০১৭ সালের একটি ভিডিও-তে দেখা গিয়েছিল, রিয়াজ দাবি করছে, কাশ্মীরি পণ্ডিতরা ফিরতেই পারেন৷ জঙ্গিরা কাশ্মীরি পণ্ডিতদের শত্রু নয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Encounter| সাফল্য! পুলওয়ামায় পুলিশের জালে খতরনাক হিজবুল জঙ্গিনেতা, কে এই রিয়াজ?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement