#মধ্যপ্রদেশ: ‘ডিজিটাল ইন্ডিয়া’ নিয়ে অনেক সময় রাজনৈতিক নেতাদের অনেক লম্বা-চওড়া ভাষণ দিতে শুনতে পাই আমরা । দেশ’কে ডিজিটালি আরও আধুনিক করে তুলতে লাখ লাখ টাকাও খরচ হয় । কিন্তু বাস্তবের দুনিয়ে হয়তো তার চেয়ে অনেকটাই পিছিয়ে ।
আর সে কারণেই মোবাইল ফোনে কথা বলার জন্য নাগরদোলায় চড়তে হল খোদ মন্ত্রীমশাইকে । যা দেখে হেসে কুটিপাটি নেটনাগরিকরা । গোটা ঘটনাটির ছবি এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের অশোকনগর জেলায় । সেই রাজ্যের বিজেপি সরকারের জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী ব্রজেন্দ্র যাদবমোবাইলের টাওয়ার না পেয়ে চড়ে বসেছিলেন ৫০ ফুট উঁচু নাগরদোলাটিতে । মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায় ।
জানা গিয়েছে, একটি মেলায় যোগদান করতে গিয়েছিলেন ব্রজেন্দ্র সিং । কিন্তু এলাকাটি পাহাড় ঘেরা হওয়ায় সেখানে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল খুব । এ দিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোন আসছিল তাঁর ফোনে । অথচ নেটওয়ার্কের সমস্যায় কিছুতেই ঠিক মতো যোগাযোগ করতে পারছিলেন না তিনি । শেষে উপায় না দেখে চড়ে বসলেন নাগরজদোলায় ।
এরপর মন্ত্রী ব্রজেন্দ্র সিং সাংবাদিকদের জানান, ‘‘বাধ্য হয়েই টাওয়ার না পেয়ে ওই নাগরদোলায় চড়ে বসি। যাতে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা যায়। এই গ্রামে ন’দিন ধরে রয়েছি আমি। আমার এলাকায় কাছে না পেয়ে বহু মানুষ ফোন করছিলেন। ওই গ্রামে শ্রীরাম মহাযজ্ঞ ও ভগবত গাথার আয়োজন করেছি। তাই কিছুদিন এখানেই থাকব আমি।’’