আগরতলা পৌঁছেই পুলিশ-তৃণমূল তুমুল বচসা! বিমানবন্দরেই বাইরে বসে পড়লেন কুণাল-সায়নীরা

Last Updated:

গতকালই আগরতলা শহরে তৃণমূলের রাজ্য দফতরে ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি-র কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷

আগরতলা বিমানবন্দরের বাইরে বসে বিক্ষোভ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের৷
আগরতলা বিমানবন্দরের বাইরে বসে বিক্ষোভ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের৷
ত্রিপুরায় পৌঁছেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগে সরব হলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা৷ প্রতিবাদে আগরতলা বিমানবন্দরের বাইরেই বসে পড়লেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুস্মিতা দেবরা৷
তৃণমূল নেতাদের অভিযোগ তাঁদের নিয়ে যেতে যে তিনটি গাড়ি বিমানবন্দরে এসেছিল সেগুলিকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়৷ শুধু তাই নয়, প্রিপেড ট্যাক্সি চালকদেরও তাঁদের নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতাদের৷
গতকালই আগরতলা শহরে তৃণমূলের রাজ্য দফতরে ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি-র কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷ নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময়ই এই ভাঙচুরের ঘটনা ঘটে৷ এই ঘটনারই প্রতিবাদে এ দিনই আগরতলায় পৌঁছেছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল৷ সেই দলে রয়েছেন কুণাল ঘোষ, সুদীপ রাহা, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, লোকসভার দুই সাংসদ প্রতিমা মণ্ডল এবং সায়নী ঘোষ এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব৷ আগরতলায় পৌঁছনোর পরই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগে সরব হলেন তৃণমূল নেতারা৷
advertisement
advertisement
তৃণমূল নেতাদের অভিযোগ, এ দিন সকালে আগরতলা বিমানবন্দরে পৌঁছনোর পরই ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাঁদের বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হবে না৷ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা পাল্টা দাবি জানান, তাঁরা রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যপালের সঙ্গে দেখা করবেন৷ এ নিয়ে দু পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়৷ এর পরই বিমানবন্দরের বাইরে ধর্নায় বসেন তৃণমূল নেতানেত্রীরা৷ ত্রিপুরা পুলিশের পাল্টা দাবি, কিছু না জানিয়েই আগরতলা পৌঁছেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা৷
advertisement
এর পরে অবশ্য তৃণমূল নেতারা নিজেরাই বিমানবন্দর থেকে হেঁটে দলের রাজ্য দফতরের দিকে রওনা দেন৷ তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দশ মিনিটের মধ্যে গাড়ির ব্যবস্থা করা হচ্ছে৷ যদিও গাড়ির জন্য অপেক্ষা না করে হেঁটেই রওনা দেন তৃণমূল নেতারা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আগরতলা পৌঁছেই পুলিশ-তৃণমূল তুমুল বচসা! বিমানবন্দরেই বাইরে বসে পড়লেন কুণাল-সায়নীরা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement