আগরতলা পৌঁছেই পুলিশ-তৃণমূল তুমুল বচসা! বিমানবন্দরেই বাইরে বসে পড়লেন কুণাল-সায়নীরা

Last Updated:

গতকালই আগরতলা শহরে তৃণমূলের রাজ্য দফতরে ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি-র কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷

আগরতলা বিমানবন্দরের বাইরে বসে বিক্ষোভ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের৷
আগরতলা বিমানবন্দরের বাইরে বসে বিক্ষোভ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের৷
ত্রিপুরায় পৌঁছেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগে সরব হলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা৷ প্রতিবাদে আগরতলা বিমানবন্দরের বাইরেই বসে পড়লেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুস্মিতা দেবরা৷
তৃণমূল নেতাদের অভিযোগ তাঁদের নিয়ে যেতে যে তিনটি গাড়ি বিমানবন্দরে এসেছিল সেগুলিকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়৷ শুধু তাই নয়, প্রিপেড ট্যাক্সি চালকদেরও তাঁদের নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতাদের৷
গতকালই আগরতলা শহরে তৃণমূলের রাজ্য দফতরে ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি-র কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷ নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময়ই এই ভাঙচুরের ঘটনা ঘটে৷ এই ঘটনারই প্রতিবাদে এ দিনই আগরতলায় পৌঁছেছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল৷ সেই দলে রয়েছেন কুণাল ঘোষ, সুদীপ রাহা, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, লোকসভার দুই সাংসদ প্রতিমা মণ্ডল এবং সায়নী ঘোষ এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব৷ আগরতলায় পৌঁছনোর পরই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগে সরব হলেন তৃণমূল নেতারা৷
advertisement
advertisement
তৃণমূল নেতাদের অভিযোগ, এ দিন সকালে আগরতলা বিমানবন্দরে পৌঁছনোর পরই ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাঁদের বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হবে না৷ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা পাল্টা দাবি জানান, তাঁরা রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যপালের সঙ্গে দেখা করবেন৷ এ নিয়ে দু পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়৷ এর পরই বিমানবন্দরের বাইরে ধর্নায় বসেন তৃণমূল নেতানেত্রীরা৷ ত্রিপুরা পুলিশের পাল্টা দাবি, কিছু না জানিয়েই আগরতলা পৌঁছেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা৷
advertisement
এর পরে অবশ্য তৃণমূল নেতারা নিজেরাই বিমানবন্দর থেকে হেঁটে দলের রাজ্য দফতরের দিকে রওনা দেন৷ তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দশ মিনিটের মধ্যে গাড়ির ব্যবস্থা করা হচ্ছে৷ যদিও গাড়ির জন্য অপেক্ষা না করে হেঁটেই রওনা দেন তৃণমূল নেতারা৷
বাংলা খবর/ খবর/দেশ/
আগরতলা পৌঁছেই পুলিশ-তৃণমূল তুমুল বচসা! বিমানবন্দরেই বাইরে বসে পড়লেন কুণাল-সায়নীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement