TMC in Meghalaya: মেঘালয়ে ভোট প্রচারে তৃণমূলের নজরে WE Card 

Last Updated:

মহিলা ভোট পুরোপুরি পেতে চায় মেঘালয় তৃণমূল কংগ্রেস। 

মেঘালয়ে ভোট প্রচারে তৃণমূলের নজরে WE Card (Photo: Twitter)
মেঘালয়ে ভোট প্রচারে তৃণমূলের নজরে WE Card (Photo: Twitter)
আবীর ঘোষাল, শিলং: ভোটে জিতলেই লক্ষ্মীর ভান্ডার! কার্যত এই প্রতিশ্রুতি দিয়েই মেঘালয়ে প্রচারাভিযান শুরু করছে তৃণমূল। তৃণমূল  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে তা ঘোষণা করা হয় আগের শিলং সফরেই। সংগঠনকে মজবুত করার উদ্দেশে গত মাসেই উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যে গিয়েছিলেন মমতা ও অভিষেক। এবার প্রথম নির্বাচনী সভা থেকে এই WE Card-কে হাতিয়ার করে এগোবে তৃণমূল কংগ্রেস।
মেঘালয় রাজ্যের মানুষের আতিথেয়তায় আগেই মুগ্ধ হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি আশাবাদী ছিলেন মেঘালয়ে তৃণমূলের সংগঠন নিয়েও। সেখানেই মহিলাদের জন্য বাংলার লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে We Card চালু করেছিলেন। আর কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিষেবা পাওয়ার জন্য হাজার হাজারের বেশি মহিলা আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস মেঘালয়ে ক্ষমতায় আসলে সব মহিলাদের We Ca rd এর মাধ্যমে মাসিক ১০০০ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মেঘালয় সফরে জানিয়েছিলেন, ‘‘আমাদের যাত্রা শুরু হল। এই রাজ্য আগামী দিনে এক গৌরবোজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।’’ আগামী বছর মেঘালয়ের বিধানসভা নির্বাচন। তার আগেই সেখানকার প্রধান বিরোধী দল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফর করেছেন। লক্ষ্মীর ভান্ডারের আদলে একটি প্রকল্প মেঘালয়তেও ঘোষণা করে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ।
advertisement
বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিকে পাখির চোখ করেছে তৃণমূল। এর মধ্যে ঘাসফুলের শিবিরের মূল লক্ষ্য দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি। আগামী বছর ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মতো মেঘালয়ের মহিলা ভোটারদের ভোট পাখির চোখ তৃণমূলের। সেই জন্য ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে প্রকল্প আনা হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, We Card পরিষেবা চালু করার প্রতিশ্রুতি কাজে লেগেছে তৃণমূলের। ২০২১ বাংলার নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার চমক দিয়েছিল। সেটির ধাঁচে মেঘালয়ের এই কার্ডও কাজে আসবে বলে মনে করছে রাজনৈতিক শিবির।
বাংলা খবর/ খবর/দেশ/
TMC in Meghalaya: মেঘালয়ে ভোট প্রচারে তৃণমূলের নজরে WE Card 
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement