পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন! জঙ্গলমহলের সংগঠন নিয়ে বৈঠকে তৃণমূল কংগ্রেস

Last Updated:

TMC Jungle Mahal || Abhishek Banerjee: জঙ্গলমহলে সংগঠন মজবুত করতে জোর। বুথ স্তরে বাড়ি ধরে ধরে প্রচার। দলের কাজ করতে হবে বার্তা তৃণমূলের। 

জঙ্গলমহলে সংগঠন মজবুত করতে জোর
জঙ্গলমহলে সংগঠন মজবুত করতে জোর
#কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন বুথ স্তর অবধি মজবুত করতে এবার তৃণমূলের নজরে জঙ্গলমহল। তৃণমূলের তিন সাংগঠনিক জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরের সাংগঠনিক নেতৃত্বদের সাথে নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী ৷ আগামী দিনে সাংগঠনিক কাজে জঙ্গলমহলে কোন কোন বিষয়ে বাড়তি নজর দিয়ে এগোতে হবে সেই বিষয়েই নজর দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।গত পঞ্চায়েত নির্বাচনে এই তিন জেলায় দারুণ ফল করেছিল তৃণমূল কংগ্রেস। যদিও বছর ঘুরতে না ঘুরতেই ফল আশানুরূপ হয়নি ২০১৯ সালের লোকসভা ভোটে৷ তখন থেকেই পদ্ম শিবির জোর দিতে শুরু করে জঙ্গলমহলের এই সব স্থানে। যদিও লোকসভা নির্বাচনের পরে দু'বছর সংগঠন মজবুত করতে নামে জোড়া ফুল শিবির।
advertisement
advertisement
একেবারে ভেঙে পড়া জঙ্গলমহলের জেলাগুলি থেকে বিধানসভায় একাধিক আসন বার করে নেয় তারা। যদিও দলের শীর্ষ নেতারা মনে করছেন তাতেও রাজনৈতিক ভাবে তাদের কঠিন লড়াই লড়তে হচ্ছে। এই অবস্থায় আগামী পঞ্চায়েত নির্বাচন ও তার পরে ২০২৪ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বাংলার শাসক দল।
advertisement
এই সাংগঠনিক বৈঠকে মনে করিয়ে দেওয়া হয়েছে, দলের কাজ করতে হবে৷ ব্যক্তিস্বার্থের জন্য কোনও কাজ করা যাবে না। কে কী কাজ করছে তার পূঙ্খানুপুঙ্খ রিপোর্ট যে দল পাচ্ছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। শুধু নিজের দলীয় কার্যালয়ে বসে থাকা। আর সব কাজ হয়ে গিয়েছে এটা বলা যাবে না। প্রতিটি স্থানে নিজেদের যেতে হবে। বুথ ভিত্তিক অসুবিধা কোথায় কোথায় হচ্ছে তা জানতে হবে। কাজ করে যেতে হবে। এক্ষেত্রে দল যে স্বচ্ছ ভাবমূর্তির দিকে জোর দিচ্ছে সেই বিষয়ে আরও একবার মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
advertisement
পুরুলিয়া জেলায় সভা করতে গিয়ে বারবার এই বিষয়ে স্মরণ করিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার সভাতেও একই বক্তব্য ছিল তাঁর। বুথ স্তর অবধি নেতাদের পৌঁছে যাওয়ার জন্য রাস্তায় নামার কথা বলেছিলেন তিনি। এর মধ্যে দলের নজরে সবচেয়ে বেশি করে আছে পুরুলিয়া জেলা। তৃণমূল কংগ্রেস মনে করছে এই জেলায় ব্যাপক কাজ করা হলেও ভোটের ফল আশানুরূপ নয়৷ তাই এই জেলায় বাড়তি নজর দিতে বলা হয়েছে শীর্ষ নেতৃত্বর তরফে। এছাড়া আগামী দিনে যাতে রাজ্যের একাধিক উন্নয়নের বিষয় নিয়ে প্রচারে নেমে পড়তে পারা যায় সেদিকে নজর দিতে বলা হয়েছে। এছাড়া রাজনৈতিক ভাবে বিজেপি বিরোধিতায় একাধিক ইস্যু নিয়েও রাস্তায় নামতে বলা হয়েছে জঙ্গলমহলের নেতৃত্বকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন! জঙ্গলমহলের সংগঠন নিয়ে বৈঠকে তৃণমূল কংগ্রেস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement