TMC leader attacked in Tripura: পুরভোটের আগে তপ্ত ত্রিপুরা, অভিষেকের সভার পরই আক্রান্ত তৃণমূলের সম্ভাব্য প্রার্থী

Last Updated:

রবিবারই আগরতলায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ সেই সভা থেকেই ত্রিপুরার বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি৷

তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় (ডানদিকে) এবং তাঁর পরিবারের উপরে হামলার অভিযোগ৷
তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় (ডানদিকে) এবং তাঁর পরিবারের উপরে হামলার অভিযোগ৷
#আগরতলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরের দিনই ফের ত্রিপুরায় তৃণমূলের এক নেত্রী এবং তাঁর পরিবারের উপরে হামলার অভিযোগ (TMC Leader Attacked in Tripura)৷ আক্রান্তের নাম সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়৷ ত্রিপুরার পুর নির্বাচনে আগরতলার ৪০ নম্বর ওয়ার্ড থেকে তিনি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বলে জানা গিয়েছে৷
রবিবারই আগরতলায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ সেই সভা থেকেই ত্রিপুরার বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি৷
পুরভোটেই ত্রিপুরায় তৃণমূল (TMC in Tripura) নিজেদের শক্তি বুঝিয়ে দেবে বলে জানান অভিষেক৷ ২০২৩ সালে তৃণমূলই বিজেপি-কে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ ত্রিপুরায় এমনিতেই তৃণমূল- বিজেপি সংঘাত চরমে পৌঁছেছে৷ রবিবার অভিষেকের সভার পরে সেই রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে৷ তারই মধ্যে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর উপরে হামলার অভিযোগ উঠল৷
advertisement
advertisement
ত্রিপুরায় তৃণমূল রাজনৈতিক কর্মসূচি শুরু করার পর থেকেই তাদের একাধিক নেতা, কর্মীর উপরে বিজেপি আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনকে কলকাতায় এনে চিকিৎসাও করা হয়েছে৷ সেই তালিকায় নতুন সংযোজন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুর নির্বাচন৷ ২৮ নভেম্বর তার ফল ঘোষণা৷ ১৩টি মিউনিসিপ্যাল কাউন্সিল, ৬টি নগর পঞ্চায়েত এবং ১টি পুর নিগমে ভোটগ্রহণ হবে৷ ত্রিপুরায় ক্ষমতা দখলের দাবি করা তৃণমূলের কাছে পুর নির্বাচন নিঃসন্দেহে বড় পরীক্ষা৷ তার জন্য কোমর বেঁধে ঝাঁপিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ পুর নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের সংঘাত যে আরও তীব্র হতে চলেছে, তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর উপরে হামলার অভিযোগই তার প্রমাণ৷
বাংলা খবর/ খবর/দেশ/
TMC leader attacked in Tripura: পুরভোটের আগে তপ্ত ত্রিপুরা, অভিষেকের সভার পরই আক্রান্ত তৃণমূলের সম্ভাব্য প্রার্থী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement