‘জ্বালানির দামে লাগাম টেনে ছত্তীশগড়ে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি’
Last Updated:
#রায়পুর: অপেক্ষা আর মাত্র হাতেগোনা কয়েকদিনের ৷ ছত্তীশগড়-সহ পাঁচ রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন ৷ যেখানে দেশজুড়ে বেড়ে চলেছে জ্বালানির দাম ৷ সেখানে এরাজ্যে কমছে জ্বালানির দাম ৷
দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে জ্বালানির দাম পাল্লা দিয়ে বাড়ছিল ছত্তীশগড়েও ৷ কিন্তু বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই রাজ্য প্রশাসন জ্বালানির দামে লাগাম টেনেছে ৷ দিনকে দিন কমছে জ্বালানির দাম ৷ রায়পুরে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৬.৫৯ টাকা এবং ডিজেল ৭৬.৫৫ টাকা ৷ বিধানসভা নির্বাচনের আগে জ্বালানির দামকে হাতিয়ার করেই জিততে চাইছে বিজেপি সরকার ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷
advertisement
বিশেষজ্ঞদের মত, ‘এতে কোনও সন্দেহ নেই যে বিজেপি জ্বালানির দামে লাগাম টেনেই নির্বাচনে জিততে চাইছে ৷ কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ক্রমাগত বৃদ্ধির জন্যই বাড়ছিল পেট্রোল ডিজেলের দাম ৷ কিন্তু সেই তেলের দাম এখন এতটাও কমে যায়নি যে, জ্বালানির দাম এতটা কমে যাবে ৷’
advertisement
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেও পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ৮৫.৬০ টাকা ৷ সেখানে মাত্র দু’মাস কাটতে না কাটতেই কীভাবে এত কমল জ্বালানির দাম ৷ সেই নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য ৷
advertisement
এবারের ভোটে রাজ্যের শাসকদলের ‘পথের কাঁটা’ মাওবাদী সমস্যা, সম্প্রতি দূরদর্শনের চিত্র সাংবাদিকের মৃত্যু এবং প্রতিষ্ঠান বিরোধী ঝড়-সহ একাধিক ইস্যু ৷ সেক্ষেত্রে জ্বালানির দামে লাগাম টেনেই রাজ্যের মানুষের ভোট আদায়ের চেষ্টা করছে বিজেপি ৷ এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2018 4:59 PM IST