corona virus btn
corona virus btn
Loading

‘কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাবেন না, কাউকে ছেড়ে কথা বলবেন না, পিছনে আমরা আছি’ : অনুব্রত মণ্ডল

‘কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাবেন না, কাউকে ছেড়ে কথা বলবেন না, পিছনে আমরা আছি’ : অনুব্রত মণ্ডল
Photo: Collected

সে যতবড় হরিদাসপালই হোক না কেন, কাউকে না ভয় পাওয়ার নিদান দিয়েছেন অনুব্রত

  • Share this:

#বোলপুর: বিগত বেশ কয়েক বছর ধরে বীরভূমের তৃণমূলের সংগঠনকে সামলাচ্ছেন তিনি ৷ বীরভূম জেলার ২টি লোকসভা কেন্দ্র আছে একটি বোলপুর ও আরেকটি বীরভূম লোকসভা কেন্দ্র ৷

ভোটপ্রচারের ব্যস্ততায় ব্যস্ত জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ মঙ্গলবার ময়ূরেশ্বরে একটি সভায় তিনি দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে কর্মিসভায় জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাবেন না ৷ অন্যায় না করলে কাউকেই ছাড়া যাবেনা ৷ সে যতবড় হরিদাসপালই হোক না কেন ?

তিনি সব সময় সবার সঙ্গেই আছেন বলে জানিয়েছেন ৷ অন্যায় দেখলেই রুখে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি ৷

First published: April 16, 2019, 6:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर