রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম বদলে হচ্ছে অশোক বাটিকা? সত্যিটা জানুন
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মুঘল গার্ডেনের নাম বদলের খবর ইন্টারনেটে ঘুরতে থাকায় তড়িঘড়ি আসরে নামল কেন্দ্র৷
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় কয়েক দিন ধরেই একটি খবর ঘুরছে৷ তা হল, রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্য মুঘল গার্ডেনের নাম বদলে অশোক বাটিকা হয়ে যাচ্ছে৷ রাষ্ট্রপতি ভবন শুধু নয়, মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মুঘল গার্ডেন৷ ভারতের গর্ব বললেও অত্যুক্তি হয় না৷ এ হেন মুঘল গার্ডেনের নাম বদলের খবর ইন্টারনেটে ঘুরতে থাকায় তড়িঘড়ি আসরে নামল কেন্দ্র৷
Claim: The name of the Mughal Garden at Rashtrapati Bhavan will be changed.#PIBFactCheck: The claim is false. No such decision has been taken by Central Government. pic.twitter.com/bRm1nKIvNM
— PIB Fact Check (@PIBFactCheck) August 21, 2020
advertisement
কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, এই খবরটি ভুয়ো৷ এই ধরনের কোনও সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেয়নি৷ সোশ্যাল মিডিয়ায় এও দাবি করা হচ্ছিল, মুঘল গার্ডেন শুধু নয়, দিল্লির একাধিক রাস্তার নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ PIB জানিয়ে দিয়েছে, এই খবরগুলি ভুয়ো৷
advertisement
আসলে এর আগে একাধিক রাস্তা, ভবন, রেল স্টেশনের নাম বদলেছে৷ যেমন এলাহাবাদের নাম বদলে করা হয়েছে প্রয়াগ, ফৈজাবাদ হয়ে গিয়েছে অযোধ্যা, ঔরঙ্গজেব রোড বদলে গিয়েছে আব্দুল কালাম রোডে, যোজনা কমিশনের নাম এখন নীতি আয়োগ, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম৷ তবে রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম বদলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছে কেন্দ্র৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2020 9:03 AM IST