• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম বদলে হচ্ছে অশোক বাটিকা? সত্যিটা জানুন

রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম বদলে হচ্ছে অশোক বাটিকা? সত্যিটা জানুন

রাষ্ট্রপতি ভবনে মুঘল গার্ডেন

রাষ্ট্রপতি ভবনে মুঘল গার্ডেন

মুঘল গার্ডেনের নাম বদলের খবর ইন্টারনেটে ঘুরতে থাকায় তড়িঘড়ি আসরে নামল কেন্দ্র৷

 • Share this:

  #নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় কয়েক দিন ধরেই একটি খবর ঘুরছে৷ তা হল, রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্য মুঘল গার্ডেনের নাম বদলে অশোক বাটিকা হয়ে যাচ্ছে৷ রাষ্ট্রপতি ভবন শুধু নয়, মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মুঘল গার্ডেন৷ ভারতের গর্ব বললেও অত্যুক্তি হয় না৷ এ হেন মুঘল গার্ডেনের নাম বদলের খবর ইন্টারনেটে ঘুরতে থাকায় তড়িঘড়ি আসরে নামল কেন্দ্র৷

  কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, এই খবরটি ভুয়ো৷ এই ধরনের কোনও সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেয়নি৷ সোশ্যাল মিডিয়ায় এও দাবি করা হচ্ছিল, মুঘল গার্ডেন শুধু নয়, দিল্লির একাধিক রাস্তার নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ PIB জানিয়ে দিয়েছে, এই খবরগুলি ভুয়ো৷

  আসলে এর আগে একাধিক রাস্তা, ভবন, রেল স্টেশনের নাম বদলেছে৷ যেমন এলাহাবাদের নাম বদলে করা হয়েছে প্রয়াগ, ফৈজাবাদ হয়ে গিয়েছে অযোধ্যা, ঔরঙ্গজেব রোড বদলে গিয়েছে আব্দুল কালাম রোডে, যোজনা কমিশনের নাম এখন নীতি আয়োগ, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম৷ তবে রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম বদলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছে কেন্দ্র৷

  Published by:Arindam Gupta
  First published: