corona virus btn
corona virus btn
Loading

'আমি কলকাতার রসগোল্লা' গানের সঙ্গে তুমুল নাচ একরত্তি মেয়ের, ফেসবুকে সুপার ভাইরাল

'আমি কলকাতার রসগোল্লা' গানের সঙ্গে তুমুল নাচ একরত্তি মেয়ের, ফেসবুকে সুপার ভাইরাল

সুপারহিট বাংলা গানে মেগাহিট নাচ ছোট্ট মেয়ের

  • Share this:

সারা বিশ্বজুড়ে এক অস্থির সময় চলছে করোনা ভাইরাসের দাপটে সারা পৃথিবী জুড়েই এক আতঙ্কের দিনরাত্রি চলছে ৷ করোনা ভাইরাসের সংক্রমণের কারণেই সারা পৃথিবীর বেশিরভাগ দেশেই এখন লকডাউন চলছে ৷ বাড়িতে থাকাটাই একমাত্র কাজ ৷ করোনার বিরুদ্ধে লড়তে গেলে একমাত্র এটাই ওষুধ হিসাবে কাজ করতে পারে ৷

প্রতিটি মানুষই তাই সরকারি নির্দেশিকা মেনে বাড়িতে আছেন ৷ একমাসের কাছাকাছি লকডাউন ভারতেও চলছে ৷ লকডাউনে একই ভাবে বাড়িতে থাকা, বাড়িতেই থাকা যেন কোনও প্রকারে বৈচিত্র হারাচ্ছে সাঝারণ মানুষের ৷ চেনা ছকের বাইরে গিয়ে এক আলাদা স্বাদ ৷ বিনোদনের অভাব যাতে না হয় সেই কারণেই অনেক মানুষই নিজের মত করেই বিনোদনের দিশা ঠিক করে নিচ্ছেন ৷

কেউ ঘরোয়া খেলায় মেতেছেন, তো কেউ টিভি দেখছেন বেশি করে, কেউ ভিডিও গেম খেলছেন, আবার কারও কারও গান বা নাচ নিয়ে বিশেষ ৷ এমনই এক একরত্তি মেয়ের নাচে কেঁপেছে সোশ্যাল মিডিয়া ৷ দেবশ্রী রায় অভিনীত বাপি লাহিড়ির সুরে কলকাতার রসগোল্লা গানের সঙ্গে তুমুল নাচ ছোট্ট মেয়ের ৷ বিদ্যুতের গতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

Published by: Arjun Neogi
First published: April 21, 2020, 9:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर