#ওয়াশিংটন: হ্যাঁ, বৃহস্পতিবারই শেষবারের মতো আকাশে উঠবে এ বছরের শেষ সুপারমুন ৷ ৭ মে-তেই এবছরে শেষবারের মতো পৃথিবীর সবচেয়ে সামনে আসতে চলেছে চাঁদ ৷ তাই আগামিকাল সন্ধে নাগাদ আকাশের দিকে চোখ রাখলে, সবচেয়ে বড় চাঁদ দেখতে পাবেন বিশ্ববাসী ৷
এমনিতেই লকডাউনের কারণে আকাশ দূষণহীন৷ ঝকঝকে শহুরে আকাশেও দেখা গিয়েছে প্রচুর তারা ৷ তাই বিজ্ঞানীরা মনে করছেন, দূষণ কম হওয়ায় এই বছরের শেষ সুপারমুন খুব সুন্দরভাবেই উপভোগ করতে পারবে বিশ্ববাসী ৷
নাসার তরফ থেকে জানানো হয়েছে, প্রথম সুপারমুন দেখা যায় মার্চ মাসে, তারপর এপ্রিলে ৷ তবে এবারে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসবে ৷ নাসা জানিয়েছে, আগামিকাল সন্ধে ৬.৪৫ নাগাদ-ই পৃথিবীর সবচেয়ে সামনে আসবে চাঁদ৷ আকাশে চাঁদ উঠবে বিশাল মাপের !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Moon, NASA, News, Supar Moon, Super Moon, The last super moon of the year