Tunnel: হায়দরাবাদে হঠাৎ ভাঙল নির্মীয়মাণ সুড়ঙ্গ, ভিতরে আট জন শ্রমিক আটকে থাকার আশঙ্কা!

Last Updated:

একটি নির্মীয়মাণ সুড়ঙ্গ ভেঙে পড়ল তেলেঙ্গানার হায়দরাবাদে। শনিবার এই ঘটনায় সুড়ঙ্গের ভিতরে মোট আট জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

সুড়ঙ্গের ভিতর শ্রমিকদের আটকে থাকার আশঙ্কা। (ছবি- পিটিআই)
সুড়ঙ্গের ভিতর শ্রমিকদের আটকে থাকার আশঙ্কা। (ছবি- পিটিআই)
হায়দরাবাদ: একটি নির্মীয়মাণ সুড়ঙ্গ ভেঙে পড়ল তেলেঙ্গানার হায়দরাবাদে। শনিবার এই ঘটনায় সুড়ঙ্গের ভিতরে মোট আট জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। শ্রীসালিলাম বাঁধের কাজ চলাকালীন একটি ছিদ্র সারাতে কয়েকজন শ্রমিক ভিতরে যান।
ঠিক সেই সময়েই হুড়মুড় করে ভেঙে পড়ে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ। মোট ১২ জন শ্রমিকের মধ্যে বেশ কিছুজন শ্রমিক প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পারলেও আট জন ভিতরে আটকে থাকার আশঙ্কা থাকার সম্ভাবনা।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে মাদ্রাসার ভেতর বর্বরতা, ১১ বছরের শিশুকে নির্মমভাবে প্রহার, ভিডিও ভাইরাল
এই প্রসঙ্গে এক আধিকারিক জানান, ওই সুড়ঙ্গ ১০ মিটার পর্যন্ত ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ওই এলাকায় গোটা এলাকায় ২০০ মিটার পর্যন্ত কাদামাটি ছড়িয়ে পড়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: মারাঠি বলতে না পারায় হেনস্থা! চড় থাপ্পড় খেতে হল বয়স্ক বাস কন্ডাক্টরকে, কোথায় জানুন…
এই নির্মীয়মাণ বাঁধটি অবস্থিত ছিল নাগারকুরনুল জেলার আমরাবাদ এলাকার শ্রীসালিলাম লেফট ব্যাঙ্ক ক্যানালে।
এই প্রসঙ্গে তেলেঙ্গানার সেচমন্ত্রী উত্তম কুমার রেড্ডি জানান, “প্রথমে জল ধীরে ধীরে বাড়তে থাকে। এর পরে এই জল ৮ মিটার পর্যন্ত বেড়ে যায়। এর ঠিক ২০ মিনিটের মধ্যে আমরা যতজনকে পেরেছি শ্রমিকদের বের করতে পেরেছি কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছুজন ভিতরে আটকে রয়েছেন।”
advertisement
প্রসঙ্গত, এই সুড়ঙ্গটি চারদিন আগেই খোলা হয়েছিল। আর এরপরেই ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে আটকে থাকা শ্রমিকদের মধ্যে একজন ঝাড়খণ্ডের, দুইজন উত্তরপ্রদেশের, একজন জম্মু এবং কাশ্মীরের এবং একজন পাঞ্জাবের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tunnel: হায়দরাবাদে হঠাৎ ভাঙল নির্মীয়মাণ সুড়ঙ্গ, ভিতরে আট জন শ্রমিক আটকে থাকার আশঙ্কা!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement