জুতোর মধ্যে লুকিয়ে আস্ত সাপ! এক ছোবলেই প্রাণ হারালেন বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জুতোর মধ্যে লুকিয়ে ছিল বিপদ! যুবক বুঝতেই পারেননি জুতোর মধ্যে রয়েছে আস্ত সাপ! সেই জুতো পরতেই ছোবল মারল সাপটি। বেঘোরে মারা পড়লেন বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার। সাপ যে তাঁকে কামড়েছে তা বিন্দুমাত্র টের পাননি ৪১ বছরের সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার। পরে তাঁর পরিবারের সদস্যেরা খাটের উপর তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মুখ থেকে ফেনা বার হচ্ছিল। পা থেকে রক্ত ঝরছিল। মৃত ব্যক্তির নাম মঞ্জু প্রকাশ। টাটা কনসালটেন্সি সার্ভিসেসের কর্মী ছিলেন বেঙ্গালুরুর বানারঘাট্টার বাসিন্দা এই তরুণ।
বেঙ্গালুরু: জুতোর মধ্যে লুকিয়ে ছিল বিপদ! যুবক বুঝতেই পারেননি জুতোর মধ্যে রয়েছে আস্ত সাপ! সেই জুতো পরতেই ছোবল মারল সাপটি। বেঘোরে মারা পড়লেন বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার। সাপ যে তাঁকে কামড়েছে তা বিন্দুমাত্র টের পাননি ৪১ বছরের সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার। পরে তাঁর পরিবারের সদস্যেরা খাটের উপর তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মুখ থেকে ফেনা বার হচ্ছিল। পা থেকে রক্ত ঝরছিল। মৃত ব্যক্তির নাম মঞ্জু প্রকাশ। টাটা কনসালটেন্সি সার্ভিসেসের কর্মী ছিলেন বেঙ্গালুরুর বানারঘাট্টার বাসিন্দা এই তরুণ।
মঞ্জুর আত্মীয়দের দাবি, ২০১৬ সালে একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন মঞ্জু। তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল। এর ফলে তাঁর পায়ে তেমন সাড় ছিল না। তাই সাপের কামড়ের ব্যথা তিনি অনুভব করতে পারেননি বলেই ধারণা মৃত তরুণের পরিবারের সদস্যদের। পরিবারের এক আত্মীয় জানিয়েছেন, বাড়ি ফিরে মঞ্জু তাঁর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা পর, বাড়িতে কাজ করতে আসা এক জন জুতো জোড়ার ঠিক বাইরে একটি সাপকে মরে পড়ে থাকতে দেখতে পান। তখনই সবাই মঞ্জুর ঘরে যান। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 9:16 PM IST