হেসেখেলে উপভোগ করেই জীবন কাটাতে ভালবাসতেন সুষমা

Last Updated:

সহজেই হয়ে উঠতেন কারও স্নেহশীল দিদি, কারও কাছে মাতৃসমা৷

#নয়াদিল্লি: প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রয়াণে এখনও শোকে মূহ্যমান দেশ৷ দক্ষ রাজনীতিক হিসেবে ভারতীয় রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ছিলেন ঠিকই, তবে সেসব কিছু ছাপিয়ে গিয়ে তার মানবিক পরিচয়েই তিনি হয়েছিলেন সকলের হৃদয়ের খুব কাছের৷
সংসদে দাঁড়িয়ে সুবক্তা হিসেবে তিনি যেমন সকলকে মন্ত্রমুগ্ধ করে দিতে পারতেন, তেমনই বিদেশে কেউ বিপদে পড়লে সাহায্য করার জন্য জানপ্রাণ লড়িয়ে দিতেন৷ তাই সহজেই হয়ে উঠতেন কারও স্নেহশীল দিদি, কারও কাছে মাতৃসমা৷
নিজের ব্যক্তিগত জীবনেও সুষমা ছিলেন ঠিক এমনটাই৷ স্বামী, মেয়ের ভরা সংসারে হৈ হৈ করে কাটাতেই ভালবাসতেন তিনি৷ করবা চৌথের দিন বেনারসি শাড়ি, সোনার গয়না, সিঁদূরে সেজে নিষ্ঠাভরে চৌথ পালন করতেন তিনি৷ এলাকার সব মহিলাদের নিমন্ত্রণ করে উপহার দিতেন রুপোর সিঁদূর কৌটো৷ আবার তিজের সময় হয়ে যেতেন একেবারে বাচ্চা মেয়ে৷ দোলনায় চড়ে, হেসেখেলে উপভোগ করতেন উৎসব৷
advertisement
advertisement
ঠিক যেভাবে হেসেখেলে জীবনটাকে উপভোগ করেছে, তেমনই সময় মতো হাসতে হাসতেই সরে দাঁড়িয়েছিলেন পদ থেকে৷ চলেও গেলেন হাসতে হাসতেই৷ কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের খবর শুনে ট্যুইট করেছিলেন, যেন এই দিনটা দেখার জন্যই বেঁচেছিলাম৷ পরদিনই নিজের মৃত্যু দিয়ে যথার্থও করে গেলেন সেই ট্যুইট৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হেসেখেলে উপভোগ করেই জীবন কাটাতে ভালবাসতেন সুষমা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement