#মুম্বই: সমস্যা পিছু ছাড়ছে না আমাজন প্রাইম ভিডিওর ওয়েবসিরিজ তাণ্ডব-এর। সুপ্রিম কোর্টের কাছে গ্রেফতারির রক্ষাকবচ দাবি করেছিলেন ওয়েবসিরিজের অভিনেতা মহম্মদ জিশান আয়ুব, ও আমাজন প্রাইম ভিডিও তাণ্ডব নির্মাতারা। কিন্তু সেই রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টে অভিযুক্তদের হাজিরা দিতে হবে। ধর্মীয় ভাবাবেগে আঘাত ও হিন্দু দেবদেবীর অপমানের অভিযোগে এই সিরিজের বিরুদ্ধে মোট তিনটি এফআইআর দায়ের হয়। তার পরে তাণ্ডব এর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। এর পরে গ্রেফতারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ হয় ওয়েবসিরিজের নির্মাতারা। কিন্তু সেই আবেদনই খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
অভিযোগ এই সিরিজে পুলিশকর্মীদের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এবং হিন্দু দেবদেবীদের অবমাননা করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী চরিত্রটিকেও ভুল ভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ। কিছুদিন আগে উত্তরপ্রদেশ পুলিশ পরিচালক আলি আব্বাস জাফারের বাড়িতেও পৌঁছয় এবং লখনউতে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দেওয়ার নোটিশ দেয়।
এই ওয়েবসিরিজে বিশেষ করে শিবা নামে একটি চরিত্রের মুখে বহু অশ্লীল সংলাপ রয়েছে যা অপমানজনক বলে দাবি করেছেৱ বেঙ্গালুরুর এক অভিযোগকারী কিরণ আরাধ্যা।
এই ওয়েবসিরিজে অভিনয় করেছেন সইফ আলি খান, তিগমাংশু ধুলিয়া, দিনো মরিয়া, সুনীল গ্রোভার, মহম্মদ জিশান আয়ুব, গৌহর খান ও কৃতিকা কামরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mumbai, Saif Ali khan, Supreme Court, Tandav