সেরিব্রাল পলসিতে আক্রান্ত জিজাকে বিমানে চড়তে না দেওয়ায় ১০ লাখ ক্ষতিপূরণের নির্দেশ সু্প্রিম কোর্টের
Last Updated:
ফিট সার্টিফিকেট গ্রহণ করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। ইস্যু হয়ে গিয়েছিল বোর্ডিং পাসও। তারপরও বিমানে উঠতে দেওয়া হয়নি জিজা ঘোষ নাগকে। জোর করে নামিয়ে দেওয়া হয়েছিল সেরিব্রাল পলসিতে আক্রান্ত জিজাকে ৷ জিজা ঘোষ নাগের প্রতি অমানবিক এই আচরণের জন্য বৃহস্পতিবার স্পাইসজেটকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
#নয়াদিল্লি: ফিট সার্টিফিকেট গ্রহণ করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। ইস্যু হয়ে গিয়েছিল বোর্ডিং পাসও। তারপরও বিমানে উঠতে দেওয়া হয়নি জিজা ঘোষ নাগকে। জোর করে নামিয়ে দেওয়া হয়েছিল সেরিব্রাল পলসিতে আক্রান্ত জিজাকে ৷ জিজা ঘোষ নাগের প্রতি অমানবিক এই আচরণের জন্য বৃহস্পতিবার স্পাইসজেটকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
শারীরিকভাবে বা মানসিকভাবে পিছিয়ে পড়া অথবা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের সঙ্গে বিমান কর্তৃপক্ষের দুর্ব্যবহারের এরকম বহু নজির আছে ৷ ২০১২-এ কলকাতা থেকে গোয়া যাচ্ছিলেন জিজা ঘোষ নাগ ৷ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সমাজকর্মী জিজাকে জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ৷ সেরিব্রাল পলসিতে আক্রান্ত জিজার কাছে আকাশপথে ট্রাভেল করার জন্য ডাক্তারি ফিট সার্টিফিকেট থাকলেও তা গ্রাহ্য করেননি বিমান সংস্থা ৷
advertisement
এদিন বিচারক এ কে সিকরি এবং আর কে আগরওয়ালের বেঞ্চ এই আচরণকে চুড়ান্ত অমানবিক ও আইনি অধিকারের বিরোধী বলে বর্ণনা করেন ৷ একই সঙ্গে আদালতের নির্দেশ, ভবিষ্যতে আর এধরণের ঘটনা ঘটবে না, তাও হলফনামা দিয়ে জানাতে হবে বিমান সংস্থাকে। সেরিব্রাল পলসিতে আক্রান্ত জিজা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দলেই পড়েন। তার জন্য তাঁকে ফিট সার্টিফিকেট নিতে হয়েছে। তারপরও তাঁকে বিমানে উঠতে না দেওয়ায় স্পাইসজেটের বিরুদ্ধে মামলা করেন তিনি। এ কে সিকরি এবং আর কে আগরওয়ালের বেঞ্চ এদিন নিজেদের রায়ে বলেন, কর্তৃপক্ষের এই অমানবিক আচরণ গ্রহণযোগ্য নয় ৷ ১৯৩৭ সালের পাশ হওয়া ১৩৩এ আইনের ধারা এবং CAR ২০০৮-এর গাইডলাইন এখানে লঙ্ঘিত হয়েছে ৷ তাই বিমান সংস্থা স্পাইসজেটকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2016 7:37 PM IST