Karni Sena Chief Murder: বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি! রাজস্থানে খুন করণি সেনার প্রধান, ‘গ্যাং ওয়ার’ না অন্য কিছু
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
হামলার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ ঘটনার সিসিটিভি ফুটেজ সহ অন্যন্য তথ্যপ্রমাণ সংগ্রহ করে তাঁরা৷ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন বলে সূত্রের খবর৷
রাজস্থান: ভোটের ফলাফল ঘোষণার পরেই তুলকালাম কাণ্ড রাজস্থানে৷ দিনেদুপুরে জয়পুরে তাঁরই নিজের বাড়িতে ঢুকে রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা প্রধান সুখদেব সিং গোগামেরিকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা৷ সম্প্রতি বিষ্ণোই গ্যাং থেকে তিনি খুনের হুমকি পেয়েছিলেন বলে সূত্রের খবর৷ ২০১৮ সালে দীপিকা-রণবীর অভিনীত ‘পদ্মাবতী’ সিনেমার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েই সংবাদ শিরোনামে উঠে আসে রাজস্থানের করণি সেনার নাম৷ তবে সম্প্রতি, করণি সেনার মূল সংগঠন থেকে আলাদা হয়ে নিজস্ব দল তৈরি করেছিলেন এই সুখদেব সিং গোগামেরি৷
এদিনের ঘটনাটি ঘটেছে রাজস্থানের শ্যামনগরের ‘দানাপানি’ নামের এক রেস্তোরাঁর পিছনের দিকে৷ ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গোগামেরিরই বাড়িতে তাঁর উল্টোদিকের চেয়ারে বসেছিলেন দুই যুবক৷ হঠাৎই উঠে দাঁড়িয়ে তারা গোগামেরি ও তাঁর দুই রক্ষীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷ তারপরেই ঘটনাস্থল থেকে বেরিয়ে যায় ঝড়ের গতিতে৷
হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গোগামেরির৷ মৃত্যু হয় তাঁর দুই রক্ষীরও৷
advertisement
advertisement
আরও পড়ুন: স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’! প্রবল বৃষ্টির সঙ্গে তোলপাড় করা হাওয়া, কী প্রভাব বঙ্গে?
হামলার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ ঘটনার সিসিটিভি ফুটেজ সহ অন্যন্য তথ্যপ্রমাণ সংগ্রহ করেন তাঁরা৷
VIDEO | CCTV footage shows two men firing multiple shots at Rashtriya Rajput Karni Sena president Sukhdev Singh Gogamedi and another man standing at the door.
Gogamedi died, while one of his security personnel and another person were injured in the firing.
(Disclaimer: PTI… pic.twitter.com/2W4TQely7C
— Press Trust of India (@PTI_News) December 5, 2023
advertisement
কিছুদিন আগেই সম্পত নগরের লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে খুনের হুমকি পেয়েছিলেন সুখদেব সিং গোগামেরি৷ হুমকির কথা পুলিশকেও জানিয়েছিলেন৷ এখন এটি ‘গ্যাং ওয়ার’, না এর পিছনে কোনও রাজনৈতিক অঙ্ক রয়েছে, তা স্পষ্ট হয়নি এখনও৷
আরও পড়ুন: একা মমতা নন, যাচ্ছেন না অনেক দলের নেতা! বাধ্য হয়েই কি ‘ইন্ডিয়া’র বৈঠক বাতিল করল কংগ্রেস?
চলতি বছরেই জুন মাসে মধ্যপ্রদেশের ইনদওরে একটি হোটেলের ঘরে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক করণিসেনা কর্মীর৷ তাঁর শরীরে গুলির ক্ষত পাওয়া গিয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Rajasthan
First Published :
December 05, 2023 5:10 PM IST