অতিপ্রাকৃত যৌন সঙ্গমে বাধ্য করা হচ্ছে ছাত্রদের, ভাইরাল ভিডিও দেখে ৭ জনকে গ্রেফতার
Last Updated:
অবশেষে এই ঘটনায় লিপ্ত থাকার অভিযোগে রবিবার গ্রেফতার করা হয়েছে ৭ জনকে ৷ ঘটনাটি বিহারের বেগুসরাই জেলার ৷
#বেগুসরাই: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কয়েকটি ভিডিও ৷ মুহূর্তে ভাইরাল হয়েছে সেগুলি ৷ ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ছাত্রকে অতিপ্রাকৃত যৌন সঙ্গমে বাধ্য করা হচ্ছে ৷ রীতিমতো অত্যাচার চালানো হচ্ছে জনা চারেক পড়ুয়ার উপর ৷ ভিডিওটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে বিহার পুলিশ ৷ তল্লাশি অভিযান চালানো হয় ৷ অবশেষে এই ঘটনায় লিপ্ত থাকার অভিযোগে রবিবার গ্রেফতার করা হয়েছে ৭ জনকে ৷ ঘটনাটি বিহারের বেগুসরাই জেলার ৷
পুলিশ সূত্রে খবর, পোখারিয়া এলাকার কুশওয়াহা হস্টেলের আবাসিক ওই পড়ুয়ারা ৷ গত বুধবার কালি আস্থান চক থেকে অপহরণ করা হয়েছিল তাঁদের ৷ এরপরেই তাঁদের বেগুসরাই ডিভিশন জেলের পিছনে নিয়ে যায় অপহরণকারীরা ৷ সেখানে তাঁদের উপর অত্যাচার চালানো হয় ৷ এমনকি অতিপ্রাকৃত যৌন সঙ্গমেও বাধ্য করা হয় ৷ এই ঘটনা চলাকালীন ভিডিও রেকর্ড করেন অভিযুক্তরা ৷ তা পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় ৷ ভাইরাল সেই ভিডিওর সূত্র ধরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮-২১ বছরের মধ্যে ৷
advertisement
advertisement
জেলার DSP মনোজ তিওয়ারি জানান, "জল নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ ছিল। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছে হস্টেলের পড়ুয়ারা। অভিযোগের বিষয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" ধৃতদের নামও প্রকাশ্যে এনেছে পুলিশ ৷
বেগুসরাই থানার SHO ত্রিলোক কুমার মিশ্র জানান, গলু কুমার, অজয় কুমার, বিনোদ কুমার, রাজা কুমার, রোহিত কুমার, গণেশ কুমার. এবং রাহুল কুমার নামের সাত জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এর মধ্যে গলু কুমারের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যবসা রয়েছে ৷ তাঁর প্ল্যান্ট থেকে জল কেনা নিয়েই পড়ুয়াদের সঙ্গে ঝামেলা চলছিল অভিযুক্তদের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2018 8:41 AM IST