Goa Murder Incident: উদ্ধার টিসু পেপারে আই লাইনারে লেখা নোট...যে ছেলেকে একটা চড়ও মারত না, সে খুন করল কী করে? গোয়া কাণ্ড জট পাকিয়ে একাধিক প্রশ্ন
- Published by:Satabdi Adhikary
- trending desk
Last Updated:
অভিযোগ, গোয়ার সার্ভিস অ্যাপার্টমেন্টে চার বছরের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেন ৩৯ বছর বয়সি সূচনা। গত ৮ জানুয়ারি, ২০২৩ তারিখে সন্তানের দেহ স্যুটকেসে ভরে গোয়া থেকে পালানোর পথেই গ্রেফতার হয়েছেন তিনি। কিন্তু সূচনার বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তাঁর পড়শিরা।
মহারাষ্ট্র: স্বামীর সঙ্গে সম্পর্কের জায়গাটা যে কোন তিক্ত পর্যায়ে পৌঁছেছিল, তা সম্প্রতি সূচনা শেঠের একটি নোট দেখে আন্দাজ করতে শুরু করেছেন গোয়া শিশু হত্যাকাণ্ডের তদন্তকারীরা৷ জানা গিয়েছে, একটি টিসু পেপারে আই লাইনার দিয়ে সেই নোট লিখেছিলেন সূচনা৷ তাতে তিনি জানিয়েছিলেন, ছেলের সঙ্গে স্বামী ভেঙ্কট রমনের সঙ্গে ছেলের দেখা করার অনুমতি দেওয়া নিয়ে কতটা অসন্তুষ্ট ছিল সূচনা৷ সেই থেকেই এই ভয়ঙ্কর পদক্ষেপ করার সিদ্ধান্ত? অঙ্কটা অবশ্য এতটা সহজেই মেলানোর নয়৷ কারণ, পুলিশদের দাবি, এখনও পর্যন্ত তদন্তে কোনও রকমের সহযোগিতা করছে না সূচনা৷ এমনকি, ছেলেকে খুন করার পরেও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যাচ্ছে না৷
আইলাইনার দেওয়া যে নোটটি উদ্ধার করা হয়েছে, সেটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ পাঠানো হবে হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞের কাছে৷ পুলিশ সূত্রের খবর, সূচনা শেঠের সাইকোলজিক্যাল পরীক্ষাও করানো হবে এর মধ্যে৷
দিন কয়েক ধরেই গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে গোয়ার হত্যাকাণ্ড। নিজের চার বছরের শিশুসন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক স্টার্ট-আপ সংস্থার সিইও সূচনা শেঠের বিরুদ্ধে। এই ঘটনার নৃশংসতায় রীতিমতো শিউরে উঠেছে গোটা দেশের মানুষ।
advertisement
advertisement
অভিযোগ, গোয়ার সার্ভিস অ্যাপার্টমেন্টে চার বছরের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেন ৩৯ বছর বয়সি সূচনা। গত ৮ জানুয়ারি, ২০২৩ তারিখে সন্তানের দেহ স্যুটকেসে ভরে গোয়া থেকে পালানোর পথেই গ্রেফতার হয়েছেন তিনি। কিন্তু সূচনার বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তাঁর পড়শিরা।
advertisement
আসলে তদন্তকারীদের ভাবাচ্ছে সূচনা শেঠের ইনস্টাগ্রাম পোস্ট। গত ১২ অক্টোবর, ২০২৩ তারিখে ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন ওই মহিলা। সেই ছবিতে অ্যাকোয়ারিয়ামের সামনে বসা এক শিশুকে দেখা গিয়েছে। সেই ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ হোয়াটউইলহ্যাপেন লেখা। বলাই বাহুল্য, বর্তমানে সকলের নজর সূচনার এই পোস্টের উপর।
ওই পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়েছে নেটিজেনদের প্রতিক্রিয়ায়। অনেকেই মনে করছেন যে, ছবির শিশুটি আদতে সূচনার ছেলেই। যদিও সেটা উল্লেখ করেননি পোস্টদাতা। দুই ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিজেদের সূচনার পড়শি বলে দাবি করেছেন। তাঁর সম্পূর্ণ অন্যরকম কথা বলছেন। পড়শি বলে দাবি করা দুই নেটিজেন জানান যে, সূচনাকে ‘স্নেহশীল মা’ বলেই মনে হত। তাঁদের দাবি, শিশুটির শ্বাসজনিত সমস্যা ছিল। আর তা নিয়ে সূচনা যথেষ্ট উদ্বিগ্ন থাকতেন।
advertisement
অন্য এক ব্যবহারকারীর আবার দাবি, তিনি ৬ মাস ধরে সূচনার পড়শি। তাঁর মনে হয়েছে যে, “সূচনা তো নিজের ছেলেকে চড়ও মারতে পারবেন না।” তিনি আরও বলেন যে, “সূচনার নিজের সন্তানকে হত্যা যেন অকল্পনীয়!” ওই ব্যবহারকারীর দাবি, “তাঁরা দুটজনেই বাঙালি। ফলে একে অপরের সঙ্গে খাবার ভাগ করে খেতেন। এমনকী বই পড়তে ভালবাসতেন সূচনা। তাঁর নিজস্ব একটি লাইব্রেরিও রয়েছে।” সূচনার শেষ পোস্টের অন্যান্য হ্যাশট্যাগের মধ্যে অন্যতম হল ফাইন্ডিংল্যুজিং, লাইফইজবিউটিফুল, হলিডে, ম্যাজিকঅফচাইল্ডহুড।
advertisement
প্রসঙ্গত কয়েক মাস আগে পর্যন্ত বেঙ্গালুরুর রচনাহল্লি রোডের একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে সন্তানকে নিয়ে থাকতেন ওই সিঙ্গেল মা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূচনার পড়শিদের কথা তুলে ধরা হয়েছে। তাঁদের দাবি, সূচনা শান্তশিষ্টই ছিলেন। তাঁর পুত্র কুকুরদের সঙ্গে খেলতে ভালবাসত।
পুলিশ সূত্রে খবর, শিশুটির দেহ যে স্যুটকেসে মিলেছে, সেখানে আইলাইনার দিয়ে লেখা একটা চিঠিও উদ্ধার হয়েছে। আর ওই চিঠিতে কাস্টোডির লড়াইয়ের কথা ফুটে উঠেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 12, 2024 1:01 PM IST