Railway News: দ্রুত গতিতে ট্রেন চালানোয় নজর রেলপথের সুরক্ষায়! কী কী পদক্ষেপ করা হয়েছে, জেনে নিন

Last Updated:

Railway News: রেলওয়ে ট্র্যাকের উপর গবাদি পশুদের আগমন এবং সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধ করার লক্ষ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

News18
News18
গবাদি পশুর কবল থেকে রেলওয়ে ট্র্যাককে সুরক্ষিত রাখতে সমস্ত স্টেকহোল্ডারকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। রেলওয়ে ট্র্যাকের উপর গবাদি পশুদের আগমন এবং সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধ করার লক্ষ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এরই ভিত্তিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে। যাতে স্থানীয় সম্প্রদায়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লামডিং ডিভিশনের অন্তর্গত দাউতুহাজা এবং ওয়াড্রেংডিসা স্টেশনের মধ্যে রেলওয়ে কিমি ৭২-এর কাছে তথা অসমের ডিমা হাসাও জেলার অবস্থিত ইয়াব্রা গ্রামে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে রেলওয়ে ট্র্যাকের উভয় পাশে বাঁশের ব্যারিকেড দিয়ে সফলভাবে বেড়া দেওয়া হয়েছে।
এনএফআর-এর আরপিএফ টিমের নেতৃত্বে এবং নিজেদের খরচে স্থানীয় জনগণ স্বেচ্ছায় এই বেড়ার কাজ করেছিলেন। রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) দ্বারা পরিচালিত সচেতনতামূলক কর্মসূচি এবং সভা-সমিতির ফলাফল এই প্রশংসনীয় প্রচেষ্টা।​ জনগণের স্বেচ্ছা পরিষেবামূলক  মনোভাবের এই অনন্য উদাহরণটি রেলওয়ে এবং স্থানীয় মানুষের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতা স্থাপনের গুরুত্বের উপর আলোকপাত করেছে। যে সমস্ত অঞ্চলে অননুমোদিত ক্রসিং এবং গবাদি পশুর প্রবেশের ফলে রেলওয়ের পরিচালনা এবং সুরক্ষা প্রত্যাহ্বানের সম্মুখীন হয়ে আসছে সেই সমস্ত অঞ্চলে  এই ধরনের প্রচেষ্টা বিশেষভাবে প্রয়োজনীয়। সেই পদ্ধতিটি যে শুধুমাত্র সুরক্ষার উদ্বিগ্নতার মোকাবিলা করেছে তা নয়, তার পাশাপাশি অন্যান্য অঞ্চলের জন্যও অনুকরণীয় উদাহরণ স্থাপন করেছে।
advertisement
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে নিজেদের নেটওয়ার্কের অন্যান্য গ্রামেও ট্রেন পরিচালনার সুরক্ষা এবং দক্ষতা বৃদ্ধি করতে সহযোগিতার এই নীতি অনুকরণ করার প্রচেষ্টা চালু রাখছে। এইভাবেই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, সম্প্রদায় পরিচালিত সমাধান  এবং স্থানীয় জনগণের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সুরক্ষা বৃদ্ধির দিকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এখন ট্র‍্যাক আধুনিক করা হচ্ছে। বাড়ছে গতি৷ এই অবস্থায় দ্রুত গতিতে ট্রেন চালানোয় যাতে বাধা না আসে সেটাই দেখা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Railway News: দ্রুত গতিতে ট্রেন চালানোয় নজর রেলপথের সুরক্ষায়! কী কী পদক্ষেপ করা হয়েছে, জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement