#প্রয়াগ: মকর সংক্রান্তি ঘিরে জমজমাট কুম্ভমেলা ৷ ভোর হতেই শুরু হয়েছে প্রয়াগে পূণ্য স্নান ৷ কোটি কোটি মানুষের ভিড়ে সরগরম এই তীর্থক্ষেত্র ৷ সংক্রান্তি উপলক্ষ্যে প্রায় ১৫ কোটি মানুষ এবার এসেছেন কুম্ভমেলায় ৷ যার মধ্যে রয়েছেন VIP পূণ্যার্থীরাও ৷ গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমে যে তীর্থক্ষেত্র তৈরি হয়েছে সেখানে হাজির হয়েছেন অনেক মান্যগণ্য ব্যক্তি ৷ গঙ্গাস্নানের জন্য তারাও করেছেন ভিড় ৷ সেখানেই এবার স্নান সারলেন স্মৃতি ইরানি ৷
আরও পড়ুন Gangasagar Mela 2019: সাগরে সংক্রান্তি, মাঝরাত থেকেই শুরু পুণ্যস্নান
মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানে পূণ্য অর্জন হয় বলেই বিশ্বাস ৷ সেই কারণেই ঠান্ডা জলেই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ডুব দেন ৷ মঙ্গলবার ভোর ৪টে ছিল সেই পূণ্য সময় যখন লক্ষ লক্ষ মানুষ ডুব দেন গঙ্গায় ৷ এবার সেই তালিকায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ সেই ছবিও পোস্ট করলেন তিনি ৷
#kumbh2019 #trivenisangam हर हर गंगे pic.twitter.com/MqQXDL5SN3
— Smriti Z Irani (@smritiirani) January 15, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।