Smriti Irani Delhi HC: স্মৃতি ইরানির দশম-দ্বাদশ শ্রেণীর রেজাল্ট জানানো যাবে না, নির্দেশ দিল্লি হাইকোর্টের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Smriti Irani Delhi HC: প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা কী? তা খতিয়ে দেখতে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন বা সিআইসি অর্থাৎ জাতীয় তথ্য কমিশনের সিবিএসই বোর্ডকে দেওয়া নির্দেশকে বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট।
নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা কী? তা খতিয়ে দেখতে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন বা সিআইসি অর্থাৎ জাতীয় তথ্য কমিশনের সিবিএসই বোর্ডকে দেওয়া নির্দেশকে বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট। স্মৃতি ইরানির দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষাগত তথ্য জানানো যাবে না।
দিল্লি হাইকোর্টের বিচারপতি সচিন দত্তা জানিয়েছেন, কোনও ব্যক্তির শিক্ষা সংক্রান্ত নথি, তাঁর ডিগ্রির রেজাল্ট এবং তাঁর নম্বর সংক্রান্ত নথি তথ্যের অধিকার আইনের ৮(১)(জে) ধারা অনুযায়ী ‘ব্যক্তিগত তথ্যে’র আওতায় পড়ে৷
আরও পড়ুন: ‘সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে বলে…’ এসএসসি মামলায় বিরাট মোড়! আবেদন খারিজ সুপ্রিম কোর্টের! এবার কী হবে?
বিচারপতি দত্তা জানিয়েছেন, ”যতদূর পর্যন্ত শিক্ষার্থীদের ডিগ্রি, ফলাফল, মার্কশিট ইত্যাদির বিবরণ/বিষয়বস্তু (যা বিতর্কিত RTI আবেদনের বিষয়বস্তু) সম্পর্কিত তথ্য/তথ্যের ক্ষেত্রে, RTI আইনের ধারা 8(1)(j) অনুসারে বিষয়টি সন্দেহের বাইরে রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, এই ধরনের তথ্য/তথ্য নিঃসন্দেহে ‘ব্যক্তিগত তথ্য’৷”
advertisement
advertisement
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অত্যন্ত বড় সূত্র লুকিয়ে এক শ্বশুরবাড়িতে! কী আছে সেখানে? গিয়ে চমকে উঠল ইডি
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পড়াশোনা ও ডিগ্রি সংক্রান্ত খুঁটিনাটি এবং কাগজপত্রও প্রকাশ করার নির্দেশকে বাতিল করে আদালত। এদিনের নির্দেশে আদালত জানিয়েছে, ”আইন কোনও তৃতীয় পক্ষের কাছে নম্বর/গ্রেড প্রকাশের অনুমতি দেয় না। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক রেকর্ড পরিচালনার ক্ষেত্রে আস্থা৷”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 6:31 PM IST