#মুম্বই: শিনা বরা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়। তিনি নন, শিনাকে খুন করেছে পিটার মুখার্জী ও গাড়ির চালক শ্যাম রাই। এই দাবি করে জবানবন্দী দিতে চেয়ে সিবিআই আদালতের বিচারককে চিঠি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের।
টাকার লোভ আর উত্তরাধিকারের দৌড় থেকে শিনাকে সরিয়ে দিতেই খুনের পরিকল্পনা করেন পিটার। তাতে সামিল ছিল গাড়ির চালক শ্যাম রাই। চিঠিতে দাবি ইন্দ্রাণীর। তাঁর আবেদন, এই অভিযোগের ভিত্তিতেই জবাববন্দী দেওয়ার অনুমতি দিন বিচারক।
এতদিন পর স্বামী পিটারের বিরুদ্ধে অভিযোগ কেন? সে প্রশ্ন উঠবে জেনেই সতর্ক ইন্দ্রাণী। তাঁর দাবি,পিটারের পাতা ফাঁদে পা দিয়েছিলেন তিনি। পিটারের গত ৩-৪ বছরের কল রেকর্ডস ঘাঁটলেই তা স্পষ্ট হবে।
ইন্দ্রাণীর দাবি নিয়ে নতুন করে ধন্দে তদন্তকারীরা। তদন্ত বিপথে চালিত করতেই এই কৌশল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indrani Mukerjea, Murder Case, Peter Mukerjea, Sheena Bora, Sheena Bora Murder Case