মনোনয়ন জমা দিলেন শশী থারুর! সনিয়ার প্রশংসা, রাজীবকে শ্রদ্ধা... লড়াই এবার হাড্ডাহাড্ডি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
লড়াইটা সরাসরি শশী থারুর বনাম মল্লিকার্জুন খাড়গে৷ মল্লিকার্জুন খাড়কেগেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷
#নয়াদিল্লি: সভাপতি নির্বাচনে আজই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষদিন৷ মনোনয়ন জমা দিয়েছেন শশী থারুর৷ মনোনয়ন জমা দেওয়ার পরেই তিনি ট্যুইটে জানান, আমি সবেমাত্র রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি৷ ভারতের একমাত্র দলটিকে তার নেতা বেছে নেওয়ার জন্য একটি উন্মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সেবা করা একটি প্রশংসার বিষয়। সোনিয়া গান্ধির দিকনির্দেশনা ও দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়।
I have just submitted my nomination papers as a candidate for the presidential election of @incindia. It is a privilege to serve the only party in India with an open democratic process to choose its leader. Greatly appreciate Soniaji’s guidance&vision.#ThinkTomorrowThinkTharoor pic.twitter.com/4HM4Xq3XIO
— Shashi Tharoor (@ShashiTharoor) September 30, 2022
advertisement
advertisement
মনোনয়ন জমা দেওয়ার আগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে শ্রদ্ধা জানান তিনি। কংগ্রেস সভাপতি নির্বাচনের লড়াইটা এবার আরও বেশি কঠিন৷ (Congress President Election 2022) এবার দুই হেভিওয়েটের লড়াই। আজই মনোনয়ন জমার শেষ দিন ছিল। লড়াইটা সরাসরি শশী থারুর বনাম মল্লিকার্জুন খাড়গে৷ মল্লিকার্জুন খাড়কেগেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷
advertisement
আরও পড়ুন: কাবুলে পরীক্ষা চলাকালীন ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৩! হতাহত বৃদ্ধির আশঙ্কা
অশোক গেহলট সরে দাঁড়ানোয় এখন লড়াই দিগ্বিজয় সিং ও শশী থারুরের মধ্যে৷ আর সেই লড়াইকেই বন্ধুত্বপূর্ণ লড়াই বলে আখ্যা দিলেন শশী৷ বললেন, কংগ্রেসের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে৷
এর আগে মালায়ালাম দৈনিক ‘মাতৃভূমি’তে “অবাধ ও সুষ্ঠু” নির্বাচনের আহ্বান জানিয়ে একটি প্রবন্ধ লেখেন তিনি। তাতে শশী জানান, আদর্শগতভাবে দলের উচিত ছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বহু বহু আসনের জন্যও নির্বাচন ঘোষণা করা। শশী এও জানান, যে ২৩ জন নেতা ২০২০ সালে কংগ্রেস প্রধান সনিয়া গান্ধিকে সাংগঠনিক সংস্কার চেয়ে চিঠি লিখেছিলেন, তিনি তাঁদের মধ্যে ছিলেন। “একজন নতুন সভাপতি নির্বাচন করা হল আসলে দলের পুনরুজ্জীবনের একটি সূচনা, যা এই মুহূর্তে কংগ্রেসের খুব প্রয়োজন,” বলেন তিরুবনন্তপুরমের এই সাংসদ।
advertisement
সামগ্রিকভাবে দলের পুনর্নবীকরণের প্রয়োজন। তবে সবচেয়ে জরুরি নেতৃত্বের অবস্থান যা পূরণ করার জন্য নতুন কংগ্রেস সভাপতি নির্বাচন প্রয়োজন বলেই মনে করেন শশী থারুর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2022 5:43 PM IST