মাথায় ৮টি সেলাই ! ধর্মীয় আচার পালনে দাঁড়িপাল্লা থেকে পড়ে গুরুতর আহত শশী থারুর
Last Updated:
#তিরুঅনন্তপুরম: মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কংগ্রেস বিধায়ক তথা প্রার্থী শশী থারুর ৷ ‘থুলাভরম’ অনুষ্ঠান চলাকালীন ওজন মাপার যন্ত্র থেকে মাটিতে পড়ে যান তিনি ৷ মাথায় ৬টি সেলাই পড়ে শশী থারুরের ৷
প্রতি বছরের মত এবছরও নতুন বছরের শুরুতে বিশু পালন উপলক্ষ্যে তিরুঅনন্তপুরমের একটি মন্দিরে সাড়ম্বরে পুজোর আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই পুজো দিতে যান শশী থারুর ৷ ‘থুলাবরম’ নামে একটি ধর্মীয় আচার পালনের সময় আচমকাই দাঁড়িপাল্লা থেকে পড়ে যান তিনি ৷ এই ধর্মীয় রীতি অনুযায়ী, দাঁড়িপাল্লার একদিকে বসেছিলেন শশী থারুর ৷ অন্যদিকে, রাখা হয়েছিল সমান ওজনের ফল এবং মিষ্টি ৷
advertisement
advertisement
সেই সময় আচমকাই দাঁড়িপাল্লার দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যান শশী থারুর ৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ গুরুতর আহত হন তিনি ৷ মাথায় এবং পায়ে চোট পান শশী থারুর ৷ মাথায় ৮টি সেলাইও পড়েছে তাঁর ৷ যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, শশী থারুর একদম বিপদমুক্ত ৷
advertisement
Started my paryadanam of Kazhakoottam yesterday on a unique note - with a ‘thulabharam’ of bananas! At least in temples I can claim to be a “heavyweight politician”! pic.twitter.com/vR4ytAsI4v
— Shashi Tharoor (@ShashiTharoor) April 11, 2019
আগামী ২৩ এপ্রিল নির্বাচন হবে কেরলে ৷ নির্বাচনের আগে এই দুর্ঘটনার জেরে আপাতত বন্ধ নির্বাচনী প্রচার ৷ বিজেপির কুম্মানাম রাজশেখরণ এবং এলডিএফ প্রার্থী সি দিবাকরণের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2019 2:28 PM IST