পশ্চিমবঙ্গে কোন কেন্দ্রে কে জয়ী হলেন, দেখে নিন একনজরে
Last Updated:
#কলকাতা: রাজ্যে ৪২টি লোকসভা আসনের মধ্যে ২২টি তৃণমূলের দখলে। ১৮টি আসন জিতে চমকে দিল বিজেপি। উত্তরবঙ্গের বেশিরভাগ আসনেই জয়ী বিজেপি প্রার্থীরা। তেমনই দক্ষিণবঙ্গে আধিপত্য ধরে রাখল তৃণমূল। কোন কেন্দ্রে কে জয়ী হলেন, দেখে নেব একনজরে।
কোচবিহার - নিশীথ প্রামানিক, বিজেপি
আলিপুরদুয়ার - জন বারলা, বিজেপি
advertisement
দার্জিলিং -- রাজু বিস্তা -- বিজেপি
জলপাইগুড়ি - জয়ন্ত রায়, বিজেপি
রায়গঞ্জ - দেবশ্রী চৌধুরী, বিজেপি
বালুরঘাট - সুকান্ত মজুমদার, বিজেপি
মালদহ উত্তর - খগেন মুর্মু, বিজেপি
advertisement
রানাঘাট - জগন্নাথ সরকার, বিজেপি
আসানসোল -- বাবুল সুপ্রিয় - বিজেপি
বর্ধমান - দুর্গাপুর - এসএস আলুওয়ালিয়া, বিজেপি
মেদিনীপুর -- দিলীপ ঘোষ, বিজেপি
ঝাড়গ্রাম - কুনার হেমব্রম, বিজেপি
পুরুলিয়া -- জ্যোর্তিময় সিং মাহাত, বিজেপি
বাঁকুড়া - সুভাষ সরকার, বিজেপি
advertisement
বিষ্ণপুর - সৌমিত্র খাঁ, বিজেপি
হুগলি - লকেট চট্টোপাধ্যায়, বিজেপি
বারাকপুর - অর্জুন সিং, বিজেপি
বনগাঁ - শান্তনু ঠাকুর, বিজেপি
--
মুর্শিদাবাদ - আবু তাহের , তৃণমূল
জঙ্গিপুর - খলিলুর রহমান , তৃণমূল
কৃষ্ণনগর - মহুয়া মৈত্র , তৃণমূল
advertisement
বীরভূম - শতাব্দী রায় , তৃণমূল
বোলপুর - অসিত মাল , তৃণমূল
বর্ধমান পূর্ব - সুনীল মণ্ডল , তৃণমূল
ঘাটাল - দেব , তৃণমূল
শ্রীরামপুর - কল্যাণ বন্দ্যোপাধ্যায় , তৃণমূল
আরামবাগ - অপরূপা পোদ্দার, তৃণমূল
হাওড়া - প্রসুন বন্দ্যোপাধ্যায় , তৃণমূল
advertisement
উলুবেড়িয়া - সাজদা আহমেদ , তৃণমূল
কাঁথি - শিশির অধিকারী , তৃণমূল
তমলুক - দিব্যেন্দু অধিকারী , তৃণমূল
দমদম - সৌগত রায় , তৃণমূল
বারাসত - কাকলি ঘোষদস্তিদার , তৃণমূল
বসিরহাট - নুসরত জাহান , তৃণমূল
কলকাতা উত্তর - সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল
advertisement
কলকাতা দক্ষিণ - মালা রায় , তৃণমূল
যাদবপুর - মিমি চক্রবর্তী , তৃণমূল
ডায়মন্ড হারবার - অভিষেক বন্দ্যোপাধ্যায় , তৃণমূল
জয়নগর - প্রতিমা মণ্ডল , তৃণমূল
মথুরাপুর - চৌধুরী মোহন জাটুয়া , তৃণমূল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2019 10:27 AM IST