Khela Hobe in Uttar Pradesh: তৃণমূলের 'খেলা হবে' স্লোগান ধার করল অখিলেশের দল, প্রচার শুরু মোদির বারাণসীতেও

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লোকসভা কেন্দ্র বারাণসীতেও (Varanasi) কয়েক জায়গায় দেখা গিয়েছে এই স্লোগান৷ যার বাংলা করলে দাঁড়ায়, 'এবার উত্তর প্রদেশেও খেলা হবে' (Khela Hobe)৷

#কানপুর: আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের স্লোগান ধার করল অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি৷ বাংলায় বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছিল তৃণমূলের খেলা হবে স্লোগান৷ সেই খেলা হবে স্লোগানের ভোজপুরি সংস্করণ 'খেলা হোই' দিয়ে কানপুরে প্রচার শুরু করলেন সমাজবাদী পার্টির নেতারা৷ শুধু কানপুর নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতেও কয়েক জায়গায় দেখা গিয়েছে এই স্লোগান৷ যার বাংলা করলে দাঁড়ায়, 'এবার উত্তর প্রদেশেও খেলা হবে'৷ আবার বারাণসীতে কয়েক জায়গায় দেওয়ালে দেওয়ালে সমাজবাদী পার্টির সাইকেল প্রতীকের পাশে লেখা হয়েছে, '২০২২-এ খেলা হবে৷'
উত্তর প্রদেশে পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পাওয়ার পর এবার আগামী বছর বিধানসভা নির্বাচনেও যোগী আদিত্যনাথ সরকারকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে অখিলেশের দল৷ আর সেই লক্ষ্যভেদে বাংলায় ঝড় তোলা তৃণমূলের খেলা হবে স্লোগানকেই অন্যতম অস্ত্র করতে চাইছে সমাজবাদী পার্টি৷ কানপুর শহরের বিভিন্ন অংশে যে হোর্ডিং-এ খেলা হোই স্লোগানের দেখা মিলেছে, তার উদ্যোক্তা কানপুরে সমাজবাদী পার্টির সভাপতি ডক্টর ইমরান৷ তিনি সরাসরিই স্বীকার করে নিয়েছেন, তৃণমূলের স্লোগানকেই ধার করেছেন তাঁরা৷
advertisement
ইমরান বলেন, 'বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতারা যে কদর্য ভাষার ব্যবহার করেছিলেন, তার জবাব ওঁরা পেয়েছেন৷ আমরা কানপুর শহর জুড়ে এই হোর্ডিং লাগাচ্ছি কারণ এবার উত্তর প্রদেশেও খেলা শুরু হয়ে গিয়েছে৷ বাংলায় যা হয়েছে, এবার উত্তর প্রদেশেও তার পুনরাবৃত্তি ঘটবে৷'
advertisement
সমাজবাদী পার্টি তাদের স্লোগানকে ধার করায় সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তৃণমূলও৷ দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, 'সমাজবাদী পার্টি যদি চায় তাহলে আমরাও উত্তর প্রদেশে এই খেলার অংশ হতে রাজি৷'
advertisement
এ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি জনসভাতেই নিয়ম করে খেলা হবে স্লোগান তুলতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হুইলচেয়ারে বসেই জনতার উদ্দেশে প্রশ্ন করতেন, 'কী বন্ধু খেলা হবে তো?' বিজেপি নেতারা এই স্লোগানকে পাল্টা কটাক্ষ করার চেষ্টা করলেও ভোটের ফল বেরোতে দেখা যায়, খেলা হবে-র ঝড়ে বিপর্যস্ত গেরুয়া শিবির৷ এবার উত্তর প্রদেশেও বিধানসভা নির্বাচনের আগে মমতা অখিলেশ একই মঞ্চ থেকে বিজেপি-র বিরুদ্ধে খেলা হবে স্লোগান তোলেন কি না, এ দিনের পর সেই জল্পনাও তৈরি হল রাজনৈতিক মহলে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Khela Hobe in Uttar Pradesh: তৃণমূলের 'খেলা হবে' স্লোগান ধার করল অখিলেশের দল, প্রচার শুরু মোদির বারাণসীতেও
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement