#নয়াদিল্লি: আজ বৃহস্পতিবার নাগপুরে আরএসএস-এর সদর দফতরে ভাষণ দিতে যাচ্ছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ এই নিয়ে সরগরম জাতীয় রাজনীতি ৷ প্রণববাবুর এই সিদ্ধান্ত নিয়ে জলঘোলা কম হয়নি ৷ এবার এই ইস্যুতে মুখ খুললেন খোদ প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ বাবার এই সিদ্ধান্তে তিনি বেশ হতাশ ৷ প্রণববাবুর এই সিদ্ধান্ত আরএসএস-এর হাতে মিথ্যা প্রচারের সুযোগ তুলে দিল বলে মত শর্মিষ্ঠার ৷
এই নিয়ে গতকাল বুধবার এইকটি ট্যুইটও করেন তিনি ৷ তাঁর ব্যাখা, একটা সময় মানুষ প্রণববাবুর ভাষণ ভুলে যাবেন ৷ তবে আরএসএস সদর দফতরে প্রণববাবুর হাজির থাকার ছবি রয়ে যাবে ৷ আর পরবর্তীকালে এই ছবি দেখিয়েই বিজেপি এবং আরএসএস মানুষকে ভুল বোঝাবে ৷Hope @CitiznMukherjee now realises from todays’ incident, how BJP dirty tricks dept operates. Even RSS wouldn’t believe that u r going 2 endorse its views in ur speech. But the speech will be forgotten, visuals will remain & those will be circulated with fake statements. 1/2
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) June 6, 2018
.@CitiznMukherjee By going 2 Nagpur, u r giving BJP/RSS full handle 2 plant false stories, spread falls rumours as 2day & making it somewhat believable. And this is just d beginning! 2/2 — Sharmistha Mukherjee (@Sharmistha_GK) June 6, 2018তিনি আরও বলেন, ‘‘খুব তাড়াতাড়ি প্রণববাবু বিজেপি’র এই নোংরা অভিসন্ধির কথা বুঝতে পারবেন ৷’’ এর আগে কংগেস ছেড়ে বিজেপিতে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যেতে চলেছেন বলে খবর রটেছিল ৷ তবে সে সময় এই রটনার পিছনে বিজেপিকেই দায়ী করেছিলেন প্রণব-কন্যা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Panab Mukherjee at RSS event, RSS, Sharmistha Mukherjee, প্রণব মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা মুখোপাধ্যায়