প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেই এবার ৫ হাজার টাকা জরিমানা

Last Updated:

প্লাস্টিক বা পলিথিন প্যাকেট ব্যবহার করলেই ক্রেতা-বিক্রেতা দুজনকেই দিতে হবে জরিমানা ৷

#পানাজি: সূচ-আলপিন থেকে চাল-ডাল-চিপস, যাই কেনা হোক না কেন হাতের প্লাস্টিক ব্যাগে ঝুলিয়ে বাড়ি ফেরার পথ ধরলেই গচ্ছা একেবারে কড়কড়ে পাঁচ হাজার টাকা ৷ কারণ- প্লাস্টিক বা পলিথিন প্যাকেট ব্যবহার করলেই ক্রেতা-বিক্রেতা দুজনকেই এবার থেকে দিতে হবে জরিমানা ৷
পয়লা জুলাই থেকে এমনই নিয়ম কার্যকর হতে চলেছে গোয়ায় ৷ ভারতের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র গোয়াকে পরিষ্কার রাখতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মনোহর পারিকর এবং তাঁর সরকার ৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী পারিকর জানান, গোয়ায় সারা বছরই গোটা বিশ্ব থেকে অসংখ্য মানুষ বেড়াকে আসেন ৷ পর্যটন টানতে এবং নিজেদের রাজ্যকে পরিষ্কার রাখতে গোয়ার মুখ্যমন্ত্রী সকলকে প্লাস্টিক ব্যাগ-পলিথিন প্যাকেট ব্যবহার বন্ধ করতে বলেন ৷ তাঁর মতে, প্লাস্টিক জনপ্রিয় ও সুবিদেজনক হলেও পরিবেশের পক্ষে ক্ষতিকর ৷ প্লাস্টিক উদ্ভাবনের আগে সবাই কাপড়ের ব্যাগই ব্যবহার করত ৷
advertisement
গোয়াকে প্লাস্টিক মুক্ত করতে বড়সড় পদক্ষেপ নিয়েছে নয়া সরকার ৷ মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মনোহর পারিকর ঘোষণা করেন, জুলাই থেকে পলিব্যাগ অর্থাৎ প্লাস্টিকের প্যাকেট নিষিদ্ধ ৷ পয়লা জুলাইয়ের পর পলিথিন বা প্লাস্টিক ব্যাগের কেনাবেচা করা হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ৫ হাজার টাকা করে জরিমানা করবে সরকার ৷ প্রথমদিকে জরিমানার অঙ্কে কিছু ছাড় পাওয়া গেলেও সময়ের সঙ্গে আরও কড়া হবে আইন ৷
advertisement
advertisement
সবশেষে মুখ্যমন্ত্রী মনোহর পারিকর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত এই পদক্ষেপ ৷ একইসঙ্গে তিনি রাজ্যবাসীর কাছে সঠিকস্থানে বর্জ্যপদার্থ ফেলারও আবেদন জানান ৷ হাইওয়ে পরিষ্কার রাখার জন্য, রাস্তার ধারে নির্দিষ্ট দূরত্ব পর পর জঞ্জাল ফেলার বিশেষ স্থান তৈরি করছে গোয়া সরকার, বলে জানান মনোহর পারিকর ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেই এবার ৫ হাজার টাকা জরিমানা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement