Home /News /national /

‘ভারতে ফেরা সম্ভব নয়’, পিএনবি জালিয়াতি মামলায় CBI-কে চিঠি মেহুল চোকসির

‘ভারতে ফেরা সম্ভব নয়’, পিএনবি জালিয়াতি মামলায় CBI-কে চিঠি মেহুল চোকসির

File Photo

File Photo

ভারতে ফেরা সম্ভব নয়। পিএনবি জালিয়াতি মামলায়, ফের সিবিআইকে চিঠি মেহুল চোকসির।

 • Share this:

  #নয়াদিল্লি: ভারতে ফেরা সম্ভব নয়। পিএনবি জালিয়াতি মামলায়, ফের সিবিআইকে চিঠি মেহুল চোকসির। অভিযুক্ত ব্যবসায়ীর দাবি, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ, তাঁর নামে মিথ্যে বলছে সংবাদমাধ্যম।

  চিঠিতে নীরব মোদির সাগরেদের দাবি, আগেও তিনি সিবিআইকে জানিয়েছেন যে, তাঁর শরীর ভাল নয়। সেইসঙ্গে পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ায় তাঁর পক্ষে দেশে ফেরা সম্ভব নয়। পিএনবি জালিয়াতি প্রকাশ্যে আসার পর, ভারতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়াতেও সমস্যা তৈরি হয়েছে বলে দাবি মেহুল চোকসির।

  সিবিআইকে চিঠিতে চোকসি জানিয়েছেন,

  আমার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ শারীরিক পরিস্থিতিও ভাল নয় ৷ আমার পক্ষে ভারতে ফেরা সম্ভব নয় ৷ আগেও সিবিআইকে সেটা জানিয়েছি ৷ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ আমার বিরুদ্ধে মিথ্যা বলছে মিডিয়া ৷ ভারতে আমার ব্যবসা বন্ধ হয়েছে ৷ তার জেরে এখানেও সমস্যায় আছি ৷

  First published:

  Tags: CBI, Mehul Choksi, PNB Scam

  পরবর্তী খবর