নিরাপত্তাই টার্গেট! গ্রামবাসীদের বোঝানোর কাজ শুরু করলেন রেল রক্ষী বাহিনীর সদস্যরা

Last Updated:

হাইস্পিড বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে বেড়ে হবে ২৮০ কিলোমিটার। ট্রেনের নকশা তৈরি করছে আইসিএফ ও বিএমএল।

হাইস্পিড বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে বেড়ে হবে ২৮০ কিলোমিটার। ট্রেনের নকশা তৈরি করছে আইসিএফ ও বিএমএল।
হাইস্পিড বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে বেড়ে হবে ২৮০ কিলোমিটার। ট্রেনের নকশা তৈরি করছে আইসিএফ ও বিএমএল।
রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে অননুমোদিতভাবে অতিক্রম করার স্থানগুলিতে ব্যারিকেডিং ও ট্রেঞ্চিঙে করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করে আসছে। প্রতি বছরই এই অননুমোদিত স্থানগুলি দিয়ে রেলওয়ে ট্র্যাক অতিক্রমের চেষ্টা করার সময় বহু মানুষকে প্রাণ হারাতে হয়। অধিক সুরক্ষা নিশ্চিত করার অভিযানের অংশ হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ইতিমধ্যে সমস্ত মানববিহীন লেভেল ক্রসিং গেট লুপ্ত করেছে। এর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে মারাত্মক দুর্ঘটনার কারণ হিসেবে পরিগণিত তথা রেলওয়ে ট্র্যাকের অননুমোদিত অতিক্রম নিষিদ্ধ করারও যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে।
যে সমস্ত স্থানে ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হয় সেই সমস্ত স্থান উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চিহ্নিত করেছে এবং দুর্ঘটনা কম করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মোট ৯৫০টি চিহ্নিত অননুমোদিত অতিক্রমের স্থানগুলির মধ্যে ৮০৯টি স্থানে ইতিমধ্যে ব্যারিকেড স্থাপন করা হয়েছে, যার মধ্যে তিনসুকিয়া মণ্ডলের ২৩৫টি, লামডিং মণ্ডলের ২২১টি, রঙিয়া মণ্ডলের ৮৮টি, আলিপুরদুয়ার মণ্ডলের ১৭১টি এবং কাটিহার মণ্ডলের ৯৪টি স্থান রয়েছে। মারাত্মক দুর্ঘটনা প্রতিরোধ করতে স্কুল, কলেজ, পঞ্চায়েত ইত্যাদিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা নিয়মিতভাবে সচেতনতা কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
advertisement
advertisement
আরপিএফ এবং স্পেশাল ইন্টালিজেন্স ব্রাঞ্চ স্থানীয় গ্রামবাসী ও ওয়ালিংডিসা ও দলদলি গ্রামের প্রধানদের সঙ্গে দেখা করে বার্তালাপ করেন এবং অননুমোদিত অতিক্রম করার স্থানগুলি বন্ধ করার জন্য তাঁদের সমর্থন আদায়ে রাজি করান। জানানো হয়েছে রেলওয়ে পরিষরে প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে রেলওয়ে দ্বারা এই ধরনের ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়।
বাংলা খবর/ খবর/দেশ/
নিরাপত্তাই টার্গেট! গ্রামবাসীদের বোঝানোর কাজ শুরু করলেন রেল রক্ষী বাহিনীর সদস্যরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement