জ্যান্ত কুকুরের ওপর ঢালা হল পিচ, তৈরি হল রাস্তা

Last Updated:

পিচ ঢেলে রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু সেই কাজ করতে গিয়ে এক জীবন্ত কুকুরকে নির্বিচারে মরতে হল৷ শুধু মরা বললে কম বলা হয়, জ্যান্ত কুকুরকে একপ্রকার বলি দেওয়া হল গরম পিচের আস্তরণে

#আগ্রা: পিচ ঢেলে রাস্তা তৈরি হচ্ছে৷ কিন্তু সেই কাজ করতে গিয়ে এক জীবন্ত কুকুরকে নির্বিচারে মরতে হল৷ শুধু মরা বললে কম বলা হয়, জ্যান্ত কুকুরকে একপ্রকার বলি দেওয়া হল গরম পিচের আস্তরণে৷ স্থানীয়দের অভিযোগ রাস্তা তৈরির সময় কুকুরের মরণ চিৎকার শুনেছিল রাস্তা সারাইয়ের কর্মীরা৷ কিন্তু তারা সেই চিৎকার অবজ্ঞা করেই পিচ ঢেলে রাস্তার কাজ এগোতে থাকে৷ যখন রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়, তখন কুকুরটি রাস্তার ওপরই শুয়েছিল৷ তাকে সরানোর কোন উদ্যোগই নেয়নি কর্মীরা ৷
তবে কর্মীদের দাবি রাতের অন্ধকারে কাজ চলায়, তারা বুঝতেই পারেনি কুকুরের উপস্থিতি৷ ফুটন্ত গরম পিচ পড়ছিল কুকুরটির গায়ে, যন্ত্রণায় চিৎকার ও ছটফট করছিল সারমেয়টি ৷ কিন্তু কীভাবে তা উপেক্ষা করতে পারল কর্মীরা, প্রশ্ন করছেন সমাজকর্মী গোবিন্দ পরাশর ৷ তিনি নিজে ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে দাবি৷ বিতর্কিত ঘটনাটি ঘটছে আগ্রার ফতেহবাদে রাস্তা তৈরির সময়৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জ্যান্ত কুকুরের ওপর ঢালা হল পিচ, তৈরি হল রাস্তা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement