জ্যান্ত কুকুরের ওপর ঢালা হল পিচ, তৈরি হল রাস্তা
Last Updated:
পিচ ঢেলে রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু সেই কাজ করতে গিয়ে এক জীবন্ত কুকুরকে নির্বিচারে মরতে হল৷ শুধু মরা বললে কম বলা হয়, জ্যান্ত কুকুরকে একপ্রকার বলি দেওয়া হল গরম পিচের আস্তরণে
#আগ্রা: পিচ ঢেলে রাস্তা তৈরি হচ্ছে৷ কিন্তু সেই কাজ করতে গিয়ে এক জীবন্ত কুকুরকে নির্বিচারে মরতে হল৷ শুধু মরা বললে কম বলা হয়, জ্যান্ত কুকুরকে একপ্রকার বলি দেওয়া হল গরম পিচের আস্তরণে৷ স্থানীয়দের অভিযোগ রাস্তা তৈরির সময় কুকুরের মরণ চিৎকার শুনেছিল রাস্তা সারাইয়ের কর্মীরা৷ কিন্তু তারা সেই চিৎকার অবজ্ঞা করেই পিচ ঢেলে রাস্তার কাজ এগোতে থাকে৷ যখন রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়, তখন কুকুরটি রাস্তার ওপরই শুয়েছিল৷ তাকে সরানোর কোন উদ্যোগই নেয়নি কর্মীরা ৷
তবে কর্মীদের দাবি রাতের অন্ধকারে কাজ চলায়, তারা বুঝতেই পারেনি কুকুরের উপস্থিতি৷ ফুটন্ত গরম পিচ পড়ছিল কুকুরটির গায়ে, যন্ত্রণায় চিৎকার ও ছটফট করছিল সারমেয়টি ৷ কিন্তু কীভাবে তা উপেক্ষা করতে পারল কর্মীরা, প্রশ্ন করছেন সমাজকর্মী গোবিন্দ পরাশর ৷ তিনি নিজে ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে দাবি৷ বিতর্কিত ঘটনাটি ঘটছে আগ্রার ফতেহবাদে রাস্তা তৈরির সময়৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2018 4:35 PM IST