#নয়াদিল্লি: পদত্যাগ করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন তিনি ৷ সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন উর্জিত ৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই খবর ৷
সরকারের কাছে পাঠানো ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণ দেখানো হলেও বিশেষজ্ঞ মহলের অনুমান, রিজার্ভ ব্যাঙ্কের কাজকর্মে ‘সরকারি হস্তক্ষেপ’ই এর কারণ। কেন্দ্রীয় সংস্থায় হস্তক্ষেপ নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল উর্জিত প্যাটেলের ৷ এর পাশাপাশি নোটবন্দি-সহ আরও একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে চলছিল বিরোধ ৷
২০১৬-তে আরবিআই-এর গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উর্জিত। ২০১৯-এর সেপ্টেম্বরে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগে ইস্তফা দিয়ে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেলেন তিনি।
উর্জিতের ইস্তফার পরই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “আমরা এক জন ভাল অর্থনীতিবিদের অভাব অনুভব করব।”
Dr Urjit Patel is an economist of a very high calibre with a deep and insightful understanding of macro-economic issues. He steered the banking system from chaos to order and ensured discipline. Under his leadership, the RBI brought financial stability.
— Narendra Modi (@narendramodi) December 10, 2018
Dr. Urjit Patel is a thorough professional with impeccable integrity. He has been in the Reserve Bank of India for about 6 years as Deputy Governor and Governor. He leaves behind a great legacy. We will miss him immensely. — Narendra Modi (@narendramodi) December 10, 2018
টুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও। তিনি লেখেন, “ রিজার্ভ ব্যাঙ্কের এক জন গভর্নর ও ডেপুটি গভর্নর হিসেবে উর্জিত পটেলের ভূমিকা প্রশংসনীয়।”
The Government acknowledges with deep sense of appreciation the services rendered by Dr. Urjit Patel to this country both in his capacity as the Governor and the Deputy Governor of The RBI. It was a pleasure for me to deal with him and benefit from his scholarship. (1/2)
— Arun Jaitley (@arunjaitley) December 10, 2018
I wish Dr. Patel all the very best and many more years of public service. (2/2) — Arun Jaitley (@arunjaitley) December 10, 2018পাল্টা বিরোধীদের দাবি, ইস্তফার পরে এ কথা বলে, আসলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন নরেন্দ্র মোদি। টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘এই ধরণের ঘটনা আগে আশা করা যায়নি ৷ খুবই চিন্তার বিষয় .....দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে ৷ রাজনৈতিক জরুরি অবস্থা চলছে দেশে ৷’
টুইট করেন কংগ্রেস নেতা চিদাম্বরম। তিনি লেখেন, "কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আরও অপমানিত হওয়ার আগেই নিজের পদ থেকে ইস্তফা দিলেন উর্জিত ৷ যেটি নি:সন্দেহে খুব ভাল সিদ্ধান্ত ৷’’This has never happened before. This is unprecedented. We are deeply concerned. The RBI is the custodian of public money. The credibility of all institutions is being destroyed. This is a financial and economic emergency
— Mamata Banerjee (@MamataOfficial) December 10, 2018
November 19 was the day of reckoning. Dr Patel should have resigned on that day. — P. Chidambaram (@PChidambaram_IN) December 10, 2018
Dr Patel may have thought that government will re-trace its steps. I knew it would not. Good he quit before another humiliating meeting. — P. Chidambaram (@PChidambaram_IN) December 10, 2018উর্জিত পটেলের ইস্তফার পরই কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকেও ট্যুইট করা হয় ৷ সেই ট্যুইটে জানানো হয়েছে, কেন্দ্রের সঙ্গে সংঘাতের জেরেই পদত্যাগ করেছেন উর্জিত ৷
Surprised at the news that RBI governor has resigned. The previous meeting was held in such cordial atmosphere that it comes as a shock. All directors said media had created a wrong perception while inside it was totally different. That makes it even more surprising — S Gurumurthy (@sgurumurthy) December 10, 2018
The manner in which the RBI governor has been forced to quit is a blot on India’s monetary & banking system BJP Government has unleashed a a defacto financial emergency The country’s reputation and credibility is now at stake — Ahmed Patel (@ahmedpatel) December 10, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: RBI, RBI Governor, Urjit Patel