ইঁদুরে সাবাড় করেছে কোটি টাকার মদ!
Last Updated:
বিহারে সুরার লোভে প্রায় ৯ লাখ লিটার মদ সাবাড় করে দিয়েছে মুষিকবাহিনী ৷ যার বাজার মূল্য প্রায় ৯০ কোটি টাকা ৷
#পটনা: এমন আশ্চর্য কান্ড ঘটেছে বিহারে ৷ সিদ্ধিদাতার বাহনের কলা-মূলোর সঙ্গে যে সুরাপ্রীতিও আছে তা বোধহয় এই প্রথম প্রকাশ্যে এল! মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ক্ষমতায় আসার পর থেকেই বিহারে নিষিদ্ধ মদ ৷ কিন্তু বিহারবাসীদের জন্য মদ নিষিদ্ধ হলেও ইঁদুরের জন্য তো নয় ৷ মদের নেশায় নাকি মশগুল পড়শি রাজ্যের ইঁদুর ৷ বিহারে সুরার লোভে প্রায় ৯ লাখ লিটার মদ সাবাড় করে দিয়েছে মুষিকবাহিনী ৷ যার বাজার মূল্য প্রায় ৯০ কোটি টাকা ৷
এই কথাই দাবি করছে বিহার পুলিশ ৷ গতবছরের এপ্রিলে নয়া মুখ্যমন্ত্রী বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করার পর গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছিল লাখ লাখ লিটার মদ ৷ সম্প্রতি আসন্ন পুরসভা ভোটের আগে বাজেয়াপ্ত মদের হিসাব নিতে গিয়ে সামনে আসে ইঁদুরের মদপ্রীতির এই অদ্ভুত তথ্য ৷
মিডিয়া রিপোর্ট অনুসারে গত ১৩ মাসে গোটা রাজ্য থেকে ৯.১৫ লাখ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আসন্ন পুর নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সমস্ত স্টেশন হাউস অফিসারদের(SHO) বৈঠকে পটনার এসএসপি যখন জানতে চান গত এক বছরে বাজেয়াপ্ত মদের কি অবস্থা? এই প্রশ্নের উত্তরে অপ্রস্তুত অফিসাররা জানান, বাজেয়াপ্ত মদ এক ফোঁটাও নেই ৷ সমস্ত মদ ইঁদুরে খেয়ে ফেলেছে ৷
advertisement
advertisement
এমন অদ্ভুত তথ্য পাওয়ার পর পটনার এসএসপি সমস্ত অফিসারদের শ্বাস পরীক্ষার নির্দেশ দেন ৷ একইসঙ্গে জানান, কারোর শ্বাসে অ্যালকোহলের নমুনা মিললে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ অন্যদিকে, এই গোটা ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই নির্দেশে চুড়ান্ত অস্বস্তিতে অধঃস্তন অফিসাররা ৷
মগধের ডিআইজি রাজেশ কুমার জানিয়েছেন, এখনও মালখানায় মজুত বাকি মদ নষ্ট করে ফেলা হবে এবং ইঁদুরের মদ খাওয়ার ঘটনারও যথাযথ তদন্ত করে গাফিলতি কার খতিয়ে দেখা হবে ৷
advertisement
উল্লেখ্য, গোটা বিহারে ১,০৫৩ পুলিশ থানা আছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2017 2:58 PM IST