Rajnath Singh: অভিন্ন দেওয়ানি বিধি সরকারের প্রতিশ্রুতি ছিল! মমতা সহ বিরোধীদের জবাব রাজনাথের

Last Updated:

বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে রাজনাথ সিং আরও দাবি করেন, 'সবাই নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারবেন৷'

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷
নয়াদিল্লি: অভিন্ন দেওয়ানি বিধি চালু করা ভারত সরকারের প্রতিশ্রুতি৷ বিরোধীরাই এ নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে৷ নিউজ ১৮-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে এ্মনই দাবি করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷
রাজনাথ সিং বলেন, শুধু নির্বাচনী ইস্তেহার নয়, ‘অভিন্ন দেওয়ানি বিধি চালু করাটা মানুষের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিল৷ আমরা দীর্ঘদিন ধরে এটাই বিশ্বাস করে এসেছি৷ বিরোধী শিবিরের অনেকেই এখন এতে জাতপাত এবং ধর্মীয় রং লাগাচ্ছে৷’
আরও পড়ুন: ‘ঘরে ঢুকে মেরে আসব’, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের
advertisement
বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে রাজনাথ সিং আরও দাবি করেন, ‘সবাই নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারবেন৷ কারও ধর্মীয় বিশ্বাসে কোনও আঘাত হানা হবে না৷ আমার মনে হয় না অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে কারও কোনও আপত্তি থাকবে৷’
advertisement
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সিএএ চালু হলে বহু মানুষ ভোটাধিকার হারাবনে৷ তৃণমূলনেত্রীর এই অভিযোগের জবাব দিয়ে রাজনাথ সিং বলেন, আমার মনে হয় না সুস্থ গণতন্ত্রে এ ভাবে মানুষকে বিভ্রান্ত করা উচিত৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেবে না, নাগরিকত্ব দেবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rajnath Singh: অভিন্ন দেওয়ানি বিধি সরকারের প্রতিশ্রুতি ছিল! মমতা সহ বিরোধীদের জবাব রাজনাথের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement