Dowry Death: ৩ বছরের মেয়েকে কোলে নিয়ে গায়ে পেট্রল ছড়িয়ে আগুন ধরিয়ে দিলেন...পণের বলি শিক্ষিকা! মৃত্যুর কোলে অগ্নিদগ্ধ মা-মেয়ে

Last Updated:

Dowry Death: শনিবার হাসপাতালে প্রাণ হারান শিক্ষিকা সঞ্জু। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি সুইসাইড নোটে পণের দাবিতে স্বামী এবং শ্বশুর শাশুড়িকে নির্যাতনের জন্য দায়ী করেছেন মৃতা।

শিশুসন্তান-সহ শুক্রবার আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষিকা সঞ্জু বিশনোই
শিশুসন্তান-সহ শুক্রবার আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষিকা সঞ্জু বিশনোই
যোধপুর : এ বার পণের বলি এক স্কুলশিক্ষিকা। এই মর্মান্তিক ঘটনা রাজস্থানের যোধপুরের। অভিযোগ, পণের দাবিতে অত্যাচার সহ্য করতে না পেরে ৩ বছরের শিশুসন্তান-সহ শুক্রবার আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষিকা সঞ্জু বিশনোই। তাঁর শিশুকন্যা যশস্বী মারা যায় ঘটনাস্থলেই। শনিবার হাসপাতালে প্রাণ হারান শিক্ষিকা সঞ্জু। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি সুইসাইড নোটে পণের দাবিতে স্বামী এবং শ্বশুর শাশুড়িকে নির্যাতনের জন্য দায়ী করেছেন মৃতা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে, সঞ্জু তাঁর স্কুল থেকে ফিরে, একটি চেয়ারে বসে নিজের এবং শিশুসন্তানের উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। যোধপুরের ডাঙ্গিয়াওয়াস থানা এলাকার সারনাদা গ্রামে তাঁদের বাড়িতে সে সঞ্জুর সময় স্বামী বা তাঁর শ্বশুরবাড়ির কেউ-ই ছিলেন না। প্রতিবেশীরা যখন বাড়ি থেকে ধোঁয়া বার হতে দেখেন, তখন পুলিশ এবং পরিবারকে খবর দেওয়া হয়। তাঁরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন উদ্ধারের মতো আর কিছুই অবশিষ্ট ছিল না।
advertisement
শনিবার সঞ্জুর মৃত্যুর পর, তাঁর মৃতদেহ নিয়ে তাঁর বাবা-মা এবং শ্বশুরবাড়ির মধ্যে মতবিরোধ দেখা দেয়। অবশেষে, ময়নাতদন্তের পর, মৃতদেহটি বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয় এবং মা ও মেয়েকে একসঙ্গে দাহ করা হয়। মৃত শিক্ষিকার বাবা-মা তাঁদের জামাই দিলীপ বিশনোই এবং তার বাবা মা অর্থাৎ‍‍ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে তাঁদের মেয়েকে হয়রানি করা এবং আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ করেছেন। আত্মঘাতী শিক্ষিকার স্বামী এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : রয়্যাল এনফিল্ড বাইক, SUV, গয়না, রাশি রাশি টাকার পর চাই মার্সিডিজ! বউদের টাকাও চুরি করত ২ ভাই! গায়ে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে বধূহত্যা
ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছেন৷ তদন্তের সময় একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাঁর মোবাইল ফোনটিও আটক করা হয়েছে। ওই সুইসাইড নোটে আত্মঘাতী শিক্ষিকা তাঁর স্বামী, শাশুড়ি, শ্বশুর ও ননদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন। তিনি তাঁর নোটে গণপত সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ করেছেন। পুলিশ ওই ব্যক্তি সম্পর্কে জানার চেষ্টা করছে। সূত্রের খবর, গণপত সিং এবং মহিলার স্বামী একসঙ্গে তাঁকে শারীরিক নিগ্রহ করত।
advertisement
Disclaimer: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dowry Death: ৩ বছরের মেয়েকে কোলে নিয়ে গায়ে পেট্রল ছড়িয়ে আগুন ধরিয়ে দিলেন...পণের বলি শিক্ষিকা! মৃত্যুর কোলে অগ্নিদগ্ধ মা-মেয়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement