Tripura CM Manik Saha: ত্রিপুরায় বিনিয়োগ করবেন রাজস্থানের শিল্পপতিরা, মানিক সাহার প্রচেষ্টায় নতুন আলো দেখছে রাজ্য
- Published by:Rachana Majumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Tripura CM Manik Saha: সূত্রের খবর, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রচেষ্টায় মরুরাজ্যের রাজস্থানের ব্যবসায়ীরা ত্রিপুরায় বিনিয়োগ শুরু করলে, রাজ্যের অর্থনৈতিক উন্নতিতে গতি আসবে।
আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার আমন্ত্রণে বিনিয়োগে আগ্রহ দেখাল বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। ত্রিপুরায় বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজস্থানের জয়পুরে ‘ফেডারেশন অফ রাজস্থান ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (FORTI) এর ব্যবস্থাপনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাজস্থানের প্রায় ৬০-৭০ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী যোগ দেন। এতে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
‘এফওআরটিআই সংবাদ’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বর্তমান রাজ্য সরকারের সময়ে কেমন শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে তা তুলে ধরেন তিনি। ত্রিপুরায় পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, হোটেল, রিয়েল এস্টেট, আমদানি- রফতানি, রবার, ব্যাম্বো ইত্যাদি বিষয়ে যথেষ্ট বিনিয়োগের রাস্তা রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। শুধু তাই নয় বর্তমান রাজ্য সরকারের সময়কালে প্রত্যেকটি বিষয়ে কোন কোন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে তাও ব্যাখ্যা করেন তিনি। রাজস্থানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগ করার আহ্বান রাখেন।
advertisement
advertisement
বর্তমান সরকারের প্রচেষ্টায় শিল্প ও বাণিজ্যের অগ্রগতির বিষয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার তথ্য নির্ভর আলোচনায় আকৃষ্ট হয়ে, রাজস্থানের বেশ কয়েকজন ব্যবসায়ী ত্রিপুরায় বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেন। তাঁরা খুব শীঘ্রই ত্রিপুরায় আসার ব্যপারে উৎসাহ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা তাঁদের সব রকমের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রীর কথায় দারুণভাবে উৎসাহিত হন রাজস্থানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা।
advertisement
সূত্রের খবর, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রচেষ্টায় মরুরাজ্যের রাজস্থানের ব্যবসায়ীরা ত্রিপুরায় বিনিয়োগ শুরু করলে, রাজ্যের অর্থনৈতিক উন্নতিতে গতি আসবে। ত্রিপুরায় বড় শিল্প নেই৷ একাধিক জায়গায় রবার ও বাঁশের ব্যবহার আছে। সেই সব ছোট ও মাঝারি শিল্প ব্যবস্থাকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে চায় বর্তমান সরকার। সেই বার্তাই দেওয়া হয়েছে জয়পুরের বৈঠক থেকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2023 12:32 PM IST