চায়ের কাপে ‘ম্যায় ভি চৌকিদার’, নজরে আসতেই ব্যবস্থা নিল ভারতীয় রেল
Last Updated:
#নয়াদিল্লি: ফের বিতর্কে ভারতীয় রেল ৷ রেলের চায়ের কাপে মোদির স্লোগান ব্যবহার হওয়ায় ফের বিতের্কে জড়ালো ভারতীয় রেল ৷ তবে পরে বিষয়টি নজরে আসতেই ক্ষমা স্বীকার করে নিয়েছে রেলওয়ে সংস্থা ৷
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা আজই ঘটেছে। নজরে আসার পরই গ্লাসগুলি বাতিল করে দেওয়া হয়েছে। কনট্রাকটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্যবেক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
advertisement
গোটা দেশ জুড়ে চলছে ভোট প্রচার! প্রতিটি দলই বহু অভিনব পন্থা অবলম্বন করছে! ভোট প্রচারের অংশ হিসেবে বাদ গেল না রেলে পরিবেশিত চায়ের কাপও! শতাব্দী এক্সপ্রেসের চায়ের কাপে চলল ভোট ক্যাম্পেন, কাপের গায়ে লেখা ‘ম্যায় ভি চৌকিদার’! মুহূর্তে সেই ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। তড়িঘড়ি চায়ের কাপ সরিয়ে নেওয়া হয়। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে রেল কর্তৃপক্ষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2019 6:00 PM IST