ফের বাড়তে চলেছে রেলের ভাড়া

Last Updated:

শুধু সুপারফার্স্ট এক্সপ্রেস নয়, লোকাল ট্রেন-প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাও এবার হতে চলেছে মহার্ঘ ৷

#নয়াদিল্লি: রেলের নয়া সিদ্ধান্তে কোপ পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে ৷ শুধু সুপারফার্স্ট এক্সপ্রেস নয়, লোকাল ট্রেন-প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাও এবার হতে চলেছে মহার্ঘ ৷ সূত্রের খবর, রেল সুরক্ষা জোরদার করতে শীঘ্রই ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল ৷ বৃহস্পতিবার রেলমন্ত্রী সুরেশ প্রভুর বক্তব্যেও এমন ইঙ্গিতই মিলল ৷
শীঘ্রই প্যাসেঞ্জার ট্রেনের টিকিটে সেফটি সেস চালু করতে চলেছে রেল ৷ বৃহস্পতিবার রেলমন্ত্রী জানান, যাত্রী সুরক্ষা জোরদার করতেই টিকিটের দাম বাড়ানোর কথা চিন্তাভাবনা করছে রেল ৷ শীঘ্রই ট্রেনের টিকিটের উপর ‘সেফটি সেস’ লাগু হতে পারে বলে জানান সুরেশ প্রভু ৷ মোট ভাড়ার ২ শতাংশ পর্যন্ত হতে পারে ‘সেফটি সেস’৷ এই সেস চালু হলে বাড়বে লোকাল ট্রেনের ভাড়া ৷
advertisement
ভারতীয় রেল এই মুহূর্তে ক্ষতিতে চলা একটি সরকারি প্রতিষ্ঠান ৷ প্রায় ৩২ হাজার কোটি টাকারও বেশি ঋণে ডুবে রয়েছে রেল ৷ ভাড়া না বাড়ালে ক্ষতির পরিমাণ আরও বাড়বে ৷ অন্যদিকে, রেল দুর্ঘটনা কমাতে ট্রেনের সুরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছেন সুরেশ প্রভু ৷ পুরনো রেল ব্রিজ, রেল লাইন বদলে নতুন রেল লাইন পাতা, ব্রিজ তৈরির সঙ্গে সিগন্যালিং ব্যবস্থাকেও অত্যাধুনিক করার পরিকল্পনা রয়েছে রেলের ৷ ক্ষতির সঙ্গে পাল্লা দিয়ে কিভাবে এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করা যায়, সেই রাস্তায় খুঁজছে দেশের সবচেয়ে বড় পরিবহণ ও পরিষেবা দফতর ৷ রেল ভাড়া বাড়ানোর সঙ্গে সঙ্গে কোন কোন খাতে ভর্তুকি কমিয়ে আয় বাড়ানো যায় সেই রাস্তাও খুঁজছে রেল ৷
advertisement
advertisement
রেলের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন ১৯ হাজারের বেশি ট্রেনে ২ কোটি ৩০ লক্ষ মানুষ যাতায়াত করেন, যা পৃথিবীর বেশ কিছু দেশের মোট জনসংখ্যা ও অস্ট্রেলিয়া মহাদেশের মোট জনসংখ্যার সমান ৷
মোদি সরকারের আমলে বিভিন্ন সময় ধাপে ধাপে রেলের প্রথম শ্রেণীর ভাড়া, তৎকাল টিকিটের চার্জ বাড়ানো হলেও রেলের সমীক্ষা অনুযায়ী চলতি আর্থিক বর্ষেও প্রায় ৩০ হাজার কোটি টাকার লোকসানের মুখোমুখি হয়েছে ভারতীয় রেল ৷
advertisement
অন্যদিকে, সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে রেলের নিরাপত্তার ফাঁকফোকরগুলি দেখিয়ে দিয়েছে ৷ সেই জন্য চলতি অর্থবর্ষের বাজেটেও রেলের সুরক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য জোর দেওয়া হয়েছে ৷
এই প্রথম নয়, এর আগে ২০০২ সালে রেলমন্ত্রী থাকাকালীন নীতিশ কুমারও রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য সেফ সেস চালু করেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের বাড়তে চলেছে রেলের ভাড়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement