#গুয়াহাটি: পৃথক বোরোল্যান্ডের দাবিতে তোলপাড় অসম ৷ এই দাবিতেই সোমবার সকাল থেকে রেল অবরোধে সামিল হল নিখিল বোরো ছাত্র সংগঠনের নেতৃত্বে ৩ সংগঠন ৷ চিরাং জেলার বাসুগাঁও স্টেশনে শুরু হয় রেল অবরোধ ৷
রেল অবরোধের জেরে অসমমুখী ও অসম থেকে অন্যান্য রাজ্যে যাওয়ার সব মিলিয়ে প্রায় ২০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে ৷ এর মধ্যে রয়েছে ১৪টি আপ ট্রেন ও ৬টি ডাউন ট্রেন ৷
অসমের রেল অবরোধের মুখে পড়েছে আপ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। আটকে পড়েছে আপ কামরূপ এক্সপ্রেস, ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন। এছাড়াও বিভিন্ন স্টেশনে আটকে আছে বহু লোকাল ট্রেন। নিউ কোচবিহার স্টেশনে দাঁড়িয়ে ওখা-কামাখ্যা এক্সপ্রেস ৷ ধূপগুড়িতে দাঁড়িয়ে লোকমান্য তিলক এক্সপ্রেস ৷ অবরোধের জেরে নাজেহাল যাত্রীরা ৷
সোমবার বিকেল ৫টা অবধি চলবে এই রেল অবরোধ ৷ এই অবরোধের জেরে উত্তরবঙ্গ, অসম, বিহারের একটা অংশের রেল পরিষেবা বিপর্যস্ত হয়েছে ৷ বেশ কিছু ট্রেন আগাম বাতিলও হতে পারে বলে খবর রয়েছে রেল সূত্রে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Guwahati, Rail Strike