পাকিস্তানও ভাল ভাবে করোনাকে সামলেছে, মোদি সরকারকে তীব্র কটাক্ষ রাহুলের

Last Updated:
#নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ তাদের পূর্বাভাসে জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ১০.৩ শতাংশ সঙ্কুচিত হবে৷ এই তথ্যকে সামনে রেখেই ফের একবার নরেন্দ্র মোদি সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ট্যুইটারে কটাক্ষ করে তিনি লিখেছেন, 'এটা বিজেপি সরকারের আরও একটি দুর্দান্ত সাফল্য৷'
একই সঙ্গে করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন রাহুল৷ তিনি দাবি করেছেন, ভারতের তুলনায় পাকিস্তান এবং আফগানিস্তানও করোনা অতিমারিকে অনেক ভাল ভাবে সামাল দিয়েছে৷
নিজের ট্যুইটে একটি চার্টও প্রকাশ করেছেন রাহুল গান্ধি৷ যেখানে ২০২০-২১ অর্থবর্ষে মায়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চিন, আফগানিস্তান, পাকিস্তানের পাশাপাশি ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ ওই পূর্বাভাস অনুযায়ী, ভারতের অর্থনীতির ১০.৩ শতাংশ সঙ্কোচন হতে চলেছে, যা এই দেশগুলির মধ্যে সবথেকে বেশি৷
advertisement
advertisement
বুধবারও আইএমএফ-এর পূর্বাভাসকে হাতিয়ার করেই কেন্দ্রকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধি৷ আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী, এই অর্থবর্ষেই মাথাপিছু জিডিপি-র নিরিখে ভারতকে টপকে যাবে বাংলাদেশ৷ রাহুল কটাক্ষ করে লেখেন, 'এই দুর্দান্ত সাফল্য বিজেপি-র ঘৃণায় ভরা উগ্র জাতীয়তাবাদী সংস্কৃতির ফল৷'
advertisement
মঙ্গলবার আইএমএফ-এর প্রকাশিত ওয়ার্ল্ড আউলুক রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে ভারতে মাথাপিছু জিডিপি ১০.৩ শতাংশ সঙ্কুচিত হয়ে ১,৮৭৭ ডলারে দাঁড়াতে পারে৷ গত জুন মাসে আইএমএফ নিজেদের পূর্বাভাসে জানিয়েছিল, ভারতের জিডিপি ৪.৫ শতাংশ কমতে পারে৷ সেখানে চলতি আর্থিক বছরে বাংলাদেশের মাথা পিছু জিডিপি বেড়ে হতে পারে ১,৮৮৮ ডলার৷
তবে পূর্ভাবাসে অবশ্য একই সঙ্গে দাবি করা হয়েছে, ২০২১ সালেই ৮.৮ শতাংশ বৃদ্ধি নিয়ে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি৷ সেখানে চিনের সম্ভাব্য বৃদ্ধির হার ধরা হয়েছে ৮.২ শতাংশ৷ এই পূর্বাভাস মিলে গেলে আগামী বছরই চিনকে টপকে বিশ্বে সবথেকে দ্রুত বেড়ে চলা বাজারগুলির মধ্যে সবথেকে দ্রুত বৃদ্ধির শিরোপা ফের দখল করবে ভারত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাকিস্তানও ভাল ভাবে করোনাকে সামলেছে, মোদি সরকারকে তীব্র কটাক্ষ রাহুলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement